Forum



Author Topic: কবিতার ইতিহাস (Read 1262 Times)

Anwar

  • Chunati (Bagan Para)
  • 01833052324
  • anu.cnt@gmail.com
কবিতার ইতিহাস
« on: 12 Feb 2015 »

ইতিহাস লিখতে চলেছি!
একটি কবিতার ইতিহাস!

ইতিহাসের পাতা বৃদ্ধি পায়,
কবিতায় কবিতায়।

নিত্য নতুন লাইন যুক্ত করি,
পুরনো লাইন গুলো নেড়েচেড়ে দেখি,
পরিমার্জন-পরিবর্ধনে
ছন্দহীন কবিতার নিত্য নতুন রূপে
কখনো মুগ্ধ হই! কখনো বিস্মিত হই!

আজও একটি লাইন যুক্ত হল।
পুরনো ক’টি মুছে আরও ক’টি মার্জিত হল।
বেশ ক’টি পুনঃস্থাপিত হল।
আমি মুগ্ধ হয়েছি! বিস্মিত হয়েছি!
ইতিহাসের উপাদান বড় মনোহর!

ইতিহাস লিখছি -কবিতা লিখছি নে!
তবু কোন এক দুর্বলতায়
ইতিহাসের কথাগুলো কবিতা হতে চায়।
কেবল কবিতাগুলো অ-কবিতা থেকে যায়
কবির অপূর্ণতায়!

ইতিহাস লিখতে চলেছি!
একটি কবিতার ইতিহাস!

নিত্য নতুন রূপে
পরিবর্তন-পরিবর্ধনে
ইতিহাস ও কবিতা
সমৃদ্ধ হবে যুগ্ম মৌনতায়।

ইতিহাস লিখে যাব
কবিতাকে ভালবেসে,
শেষ লাইন লিখা হবে
অভিমানে, চুপিসারে।

অপূর্ণ ইতিহাস পূর্ণতা পাবে
কেবল কবিতার শেষ লাইনে।

...................................
সোহরাওয়ার্দী হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যায়
১২ ফেব্রুয়ারী, ২০১৫

Adnan Saquib

  • "Enayet Ali Ukil Bari. Munsef Bazar.Chunati.Lohagara.Chittagong. "
  • 01777651009
  • highwaymarkinc@gmail.com
Re: কবিতার ইতিহাস
« on: 12 Feb 2015 »

Mature enough!
অনেক ধন্যবাদ...

আমি খুব ছোট মানুষ। কবিতার ব্যাপারে জ্ঞান রাখার স্পর্ধা আমার নাই।
কিন্তু স্বাধীন পাঠক।তাই কারো ভ্রুকুটির তোয়াক্কা না করে কিছু আমার নিজস্ব কথা বলার সাহস করছি।

আমার কাছে যতদূর মনে হচ্ছে নিচের লাইনগুলো (উল্লেখিত স্তবক)
এই কবিতার একটা ভালো স্ট্যাটমেন্ট। বোধ, অর্থ ঠিক থাকলেও
ছন্দের দুর্বলতা আর কিছুটা অসঙ্গতি পাঠককে এখানে এসে অগোছালো করছে।
কবিতার চাইতে বেশি লিরিক হয়ে গেছে মনেও হচ্ছে।
এই জায়গাটায় আরো একটু ভালোভাবে খেলা করলে পাঠকের চোখ কবিতার আলোতে
আরো বেশি জ্বল জ্বল করবে। পুরো কবিতায় এটাই সবথেকে ভালো খেলার জায়গা আমার ক্ষেত্রে অন্তত।
ভালো লাগছে একটা খুব ভালো কবিতা পড়লাম।

''ইতিহাস লিখছি -কবিতা লিখছি নে!
তবু কোন এক দুর্বলতায়
ইতিহাসের কথাগুলো কবিতা হতে চায়।
কেবল কবিতাগুলো অ-কবিতা থেকে যায়
কবির অপূর্ণতায়!''

(উপরোক্ত মন্তব্য সম্পুর্ন আমার একান্ত নিজস্ব।
পুরোটাই ভুল হতে পারে এবং অন্য কারো সাথে মিলতে নাও পারে।)


কবিকে অনেক শুভেচ্ছা...
চালিয়ে যান... হাতে আগুন লেগে গেছে...

Anwar

  • Chunati (Bagan Para)
  • 01833052324
  • anu.cnt@gmail.com
Re: কবিতার ইতিহাস
« on: 14 Feb 2015 »

গঠনমূলক মতামত পেয়ে ধন্য হলাম। কৃতজ্ঞতা আর নববসন্তের শুভেচ্ছা রইল।

Adnan Saquib

  • "Enayet Ali Ukil Bari. Munsef Bazar.Chunati.Lohagara.Chittagong. "
  • 01777651009
  • highwaymarkinc@gmail.com
Re: কবিতার ইতিহাস
« on: 18 Feb 2015 »

Mohammad Anwarul Hoque

কবিতার ইতিহাস


ইতিহাস লিখতে চলেছি!
একটি কবিতার ইতিহাস!

ইতিহাসের পাতা বৃদ্ধি পায়,
কবিতায় কবিতায়।

নিত্য নতুন লাইন যুক্ত করি,
পুরনো লাইন গুলো নেড়েচেড়ে দেখি,
পরিমার্জন-পরিবর্ধনে
ছন্দহীন কবিতার নিত্য নতুন রূপে
কখনো মুগ্ধ হই! কখনো বিস্মিত হই!

আজও একটি লাইন যুক্ত হল।
পুরনো ক’টি মুছে আরও ক’টি মার্জিত হল।
বেশ ক’টি পুনঃস্থাপিত হল।
আমি মুগ্ধ হয়েছি! বিস্মিত হয়েছি!
ইতিহাসের উপাদান বড় মনোহর!

ইতিহাস লিখে যাই, কবিতায় কবিতায়!
কবি আর কবিতার ইতিহাস লিখি,
কবিত্বের ইতিহাস উপেক্ষা করি,
ইতিহাসের নিষ্ঠুরতায়
কবিত্ব কখনো কখনো স্বরূপ হারায়।

ইতিহাস লিখতে চলেছি!
একটি কবিতার ইতিহাস!

নিত্য নতুন রূপে
পরিবর্তন-পরিবর্ধনে
ইতিহাস ও কবিতা
সমৃদ্ধ হবে যুগ্ম মৌনতায়।

ইতিহাস লিখে যাব
কবিতাকে ভালবেসে,
শেষ লাইন লিখা হবে
অভিমানে, চুপিসারে।

অপূর্ণ ইতিহাস পূর্ণতা পাবে
কেবল কবিতার শেষ লাইনে।
............................................
সোহরাওয়ার্দী হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যায়
১২ ফেব্রুয়ারী, ২০১৫

Anwar

  • Chunati (Bagan Para)
  • 01833052324
  • anu.cnt@gmail.com
Re: কবিতার ইতিহাস
« on: 18 Feb 2015 »

ধন্যবাদ, চাচা।

ফোরামের পোস্টে edit অপশন না থাকায় দিশেহারা ছিলাম। এবার রক্ষা হল।