চুনতি ডট কম ম্যারাথন ২০২৩


চুনতি ডট কম ম্যারাথন ২০২৩ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী গ্রাম চুনতিতে অনুষ্ঠিত হলো আজ ৮ ডিসেম্বর। ২০২২ সালে চুনতি ডট কম প্রথমবারের মত ম্যারাথনের আয়োজন করে। এবারের আয়োজনে ২৬ টি জেলা থেকে ৪৫০ এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। সাধারণ ও বয়স্কদের জন্য ১০ কিলোমিটারে এবং ১৫ বছর বয়সী বাচ্চাদের এবারের আয়োজনে সংযুক্ত ছিল। চুনতি ডটকম ম্যারাথনের থিম হিসেবে এবার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যকে নির্বাচিত করা হয়, এই থিমের উপর ভিত্তি সুদৃশ্য মেডেল ও টি শার্ট ডিজাইন করা হয়।

চুনতি মেহেরুন্নেসা স্কুলের সামনে থেকে সকাল সাতটায় দুইটি রেস আলাদাভাবে শুরু হয়। সুদৃশ্য ইসহাক মিয়া সড়ক ধরে রানাররা ক্যাটাগরি বেদে আড়াই অথবা পাঁচ কিলোমিটার রান করে আবার ফেরত আসে। চুনতি ডট কম ম্যারাথন উপলক্ষে মেহেরুন্নেসা স্কুল সুন্দর ভাবে সাজানো হয়। ম্যারাথন উপলক্ষে পুরো চুনতিতে একটি উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়।

১০ কিলোমিটার সাধারণ ক্যাটাগরিতে শেখ নাহিদ উদ্দিন চ্যাম্পিয়ন, মোঃ সুজন দ্বিতীয় এবং মোহাম্মদ জাকির হোসেন তৃতীয় স্থান অর্জন করেন। ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে মোঃ জসিম উদ্দিন আহমেদ প্রথম, আমিনুল রহমান দ্বিতীয় এবং নেপাল ভৌমিক তৃতীয় স্থান অর্জন করেন। অনূর্ধ্ব ১৫ বছর বয়সীদের পাঁচ কিলোমিটার ক্যাটাগরিতে আসাদুর রহমান মাহাসিন প্রথম, মোঃ হাবিব উল্লাহ দ্বিতীয় এবং নজমুদ্দিন রাফি তৃতীয় স্থান অধিকার করেন। বিজয়ীদেরকে প্রাইজমানি সহ ক্রেস্ট প্রদান করা হয়। ম্যারাথনে অংশগ্রহণকারী সবাইকে সুদৃশ্য মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, চুনতি ডটকম ম্যারাথন ২০২৩ এর আহ্বায়ক ইসমাঈল মানিক,প্রবীণ দৌড়বিদ নৃপেন চৌধুরী, চুনতি সমিতি ঢাকা এর সভাপতি আসাদ খান, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ, ড এজেএম সাদেক, ওয়াহিদুল হক, প্রিন্সিপাল দীন মুহম্মদ মানিক, ডা মাহমুদুর রহমান, কনফিডেন্স সল্ট হেড অব সেলস এন্ড মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ, জহির উদ্দিন, নুরুল আলম, মোহাম্মদ আলী স্বপন, মুসা রেজা সিদ্দিকী , সাজ্জাদ খান, কাজি আরিফুল ইসলাম, সদস্য সচিব যাহেদুর রহমান, মোহাম্মদ নাঈম নিমু, কাজি লতিফুল ইসলাম, কাজি শরিফুল ইসলাম, সাইফুল মোঃ শ্রাবণ, সাদাত জামান খান মারুফ, আনোয়ার কামাল, আবুল কালাম আজাদ, সাদুর রহমান, জাবেদ আব্বাস ছিদ্দিকী, শাহাদাত খান ছিদ্দিকী, মাহমুদ জামান খান, কায়সার খান মানিক,রবিউল হাসান আশিক,মাহমুদুর রহমান ছিদ্দিকী তোয়াফ, ইসহাক খান মুকুট, মিজানুর রহমান ছিদ্দিকী রাজিন, মিনহাজুল আবরার, আসমা উল্লাহ ইমরাদ, নাজেম ছিদ্দিকী, অভয়ারণ্য কো ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আনোয়ার কামাল, পারভেজ ইকবাল, আবদুল হালিম, রাকিবুল ইসলাম প্রমুখ।

 

Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information