আগামীকাল ২ রা নভেম্বর রোজ জুমাবার বিকাল ৩ ঘটিকার সময় চুনতী ক্রীড়া একাডেমী কর্তৃক আয়োজিত চুনতীর ঐতিহ্যবাহি আঞ্জুমানে-ই-নওজোয়ান মাঠে শুরু হতে যাচ্ছে মরহুম ইসহাক মিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০১৮।
টূর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহন করবে। উক্ত ৮ টি দল হল নারিশ্চা একাদশ,চুনতী স্টুডেন্ট এসোসিয়েশান,মেহেরুন্নিসা একাদশ,হাফেজিয়া একাদশ,সিআরপি স্পোর্টিং ক্লাব,বনপুকুর একাদশ,মিরিখীল ১ নং ওয়ার্ড,হাটখুলা মোড়া একাদশ।
উক্ত টূর্ণামেন্টে বিজয়ী দল পাবে প্রাইজমানি ১০ হাজার টাকা সাথে ট্রফি আর রানারআপ দল পাবে ৫ হাজার টাকা সাথে ট্রফি। এছাড়া সেরা গোল দাতা, সেরা গোল কিপার, সেরা পারফর্মার ইত্যাদি পুরষ্কার রয়েছে।
এই টূর্ণামেন্টের প্রত্যেকটি ম্যাচ উপজেলা ক্রীড়া পরিষদ কর্তৃক পরিচালনা করা হবে।
আগামীকাল নারিশ্চা একাদশ বনাম চুনতী স্টুডেন্ট এসোসিয়েশান ম্যাচের মধ্যে দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে টূর্ণামেন্টটি। টূর্ণামেন্ট উদ্বোধন করবেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক চুনতীর কৃতি সন্তান জনাব ইসমাঈল মানিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আবু আসলাম (উপজেলা নির্বাহি কর্মকর্তা, লোহাগাড়া উপজেলা), সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আমিন আহমদ খান (বিশিষ্ট সমাজ সেবক), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আনোয়ার কামাল (সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদ) , জনাব সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা, লোহাগাড়া থানা), এডভোকেট মিনহাজুল আবরার, জয়নুল আবেদীন জনু কোম্পানি, রাশেদুল হক টিপু, সোবহান মাহবুব শাহাবুদ্দীন, কুদরত উল্লাহ শাহীন, মছিউল আজিম খান সিদ্দকী, জানে আলম, ছাইফুল হুদা সিদ্দকী, কাজী আরিফুল ইসলাম, জাহেদুর রহমান, মোহাম্মদ নাঈম, কশশাফুল হক শেহজাদ, নূর মোহাম্মদ শহীদুল্লাহ, রাশেদুল ইসলাম, বশির উদ্দিন ফারুকী সহ আরও অনেকে।
দীর্ঘ চার বছর পর চুনতীর এই ঐতিহাসিক মাঠে বড় একটা টূর্ণামন্টের আয়োজন হতে যাচ্ছে। উক্ত ফুটবল টূর্ণামেন্ট কে ঘিরে পুরা লোহাগাড়ার জনসাধারণের মধ্যে আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ চারবছর ধরে এই মাঠ নিয়ে অনেক উন্নয়ন মূলক কাজ করে আসছিল চুনতীর ক্রীড়া প্রেমি তরুণরা। অবশেষে এই ঐতিহাসিক আঞ্জুমানে-ই- নওজোয়ান মাঠে গড়াতে যাচ্ছে মরহুম ইসহাক মিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০১৮।
Make sure you enter the(*)required information