চুনতি ডটকম এর নবতর সংযোজন ও চুনতিবাসীর আড্ডা এই প্রত্যয়ে আগামী ২৮ জুলাই চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল এ অবস্থিত " মোটেল সৈকত " আপনার/ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্প্রীতি র বন্ধনকে আরো সম্ম্রদ্ধ করবে।
এ উপলক্ষে এক মতবিনিময় সভা ১১ জুলাই আলহাজ্ব ইসমাঈল মানিক এর সভাপতিত্ব কশশাফুল হক শেহজাদ এর বাসভবন এ অনুষ্ঠিত হয়। আলোচনা করেন আব্দুল বাসেত দুলাল, কাজি আরিফ, নেজাম উদ্দিন খান, মাহমুদ জামান খান, কাজী সোহেল, আশেক, শাহাদত, সাদু, ইব্রাহিম, কুতুব, হাসিব, আজিম, ইয়াসির, আকিদ,আনোয়ার, সাহেদ, তমহিদ, আকিদ প্রমুখ।
জনপ্রতি চাঁদা ৫০০ ( পাঁচশো) শিক্ষার্থী, ৫ বছর উরধে ৩০০ ( তিনশো) টাকা আগামী ১৯ জুলাই এর মধ্যে কাজী আরিফ (০১৮১৯৩১১১৫২) যাহেদ ( ০১৮১৯৩৮৩৮৭০ বিকাশ/রকেট ) শাহাদত ( ০১৭১৩৪৩১৩৯১ বিকাশ) ইব্রাহিম ( ০১৭৭৪১৩১৪১৪) কাজী সোহেল ( ০১৮১৯৩৮৫৭৬৭) এর সাথে যোগাযোগ এর অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠান এর বিশেষ আকর্ষণ স্থানীয় ও জাতীয় শিল্পী র সংগীতানুষ্ঠান, স্মৃতিচারণ, র্যাফল ড্র এবং মহিলা ও শিশুদের প্রতিযোগিতা। হে চুনতিবাসী আবার প্রমাণ করুন " আরা চুনইত্যা" www.chunati.com
সূত্র : মুহাম্মাদ জাহেদুর রহমান
Make sure you enter the(*)required information