লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয় আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল এগারটায়। চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আনোয়ার কামালেরর সভাপতিত্বে সমাবরশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদের সহধর্মিণী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রিজিয়া রেজা চৌধুরী বলেন, শিক্ষিত মা যেমন শিক্ষিত জাতি দিতে পারে তেমনি একটি পারিবারিক শিক্ষালয় একজন মানুষকে আদর্শ শিক্ষা দিতে পারে। পারিবারিক শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, নৈতিক শিক্ষা শিশুর পরিবার থেকেই পেয়ে থাকে। একজন শিশু জন্মের পর থেকে কিশোর পর্যন্ত দীর্ঘ সময় পার করে মায়ের সাথে। অতএব,নীতি নৈতিকতা সম্পন্ন সুশিক্ষিত জাতি গড়তে মায়েদের ভূমিকা অপরিহার্য। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো, বাড়িতে পড়ার পরিবেশ নিশ্চিত করা, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা, মাদকমুক্ত রাখা ও সন্তানদের বিনোদনে খেয়াল জন্য তিনি উপস্থিত মা'দের প্রতি আহবান জানান। তিনি আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্কুলের জন্য একটি ল্যাপটপ ও প্রজেক্টর প্রদান করেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, স্কুলে অধ্যয়নরত মেয়েদের বাল্যবিবাহ থেকে বিরত রাখতে উপস্থিত মা'দের পরামর্শ ও ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন,বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে বন্ধুর মতো। এতোটা কাছে থাকা উচিৎ যেন সন্তানরা বন্ধুর মতো বাবা মায়ের সাথে সব আলোচনা করতে পারে। ভ্রান্ত পথে যাওয়ার আগেই যেন বাবা-মা বুঝতে পারে তার গতিপথ। সন্তানদের সব কাজে বাঁধা না দিয়ে বরং সম্ভব সব কাজে হ্যাঁ বলার জন্য তিনি পরামর্শ দেন।
মা সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী জেসমিন আক্তার,হোসনে আরা বেবি,কহিনুর আক্তার,নার্গিস আক্তার মুন্নী,সুলেখা বডুয়া,রেহেনা আক্তার,চম্পা দেবী সোমা,কামরুনাহার বেবী নাজমা আক্তার মুন্নী,শাহীন আক্তার,সাগেরা আক্তার,শিউলী বডুয়া,আয়শা বেগম,রুবি আক্তার, সাজেদা বেগম,জয়নাব বেগম,জাহেদা আক্তার,শাহীন আক্তার প্রমুখ অনুষ্ঠান
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হক।
Make sure you enter the(*)required information