Login
|
Sign Up
|
Subscription
|
Forgot Password
Home
Chunati Barta
Who's Where
Books
Writer's Column
History
Latest Update
চুনতি ডট কম ম্যারাথন ২০২৪ এর রেজিস্ট্রেশান পর্ব শুরু
চুনতীর ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা) মাহফিল: ইসলাম প্রচার ও প্রসার এবং ঈমানী শক্তি বৃদ্ধির প্লাটফর্ম
৫৪তম সীরতুন্নবী (সঃ) মাহফিল এর অনুষ্ঠান সূচী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য চুনতির কৃতি সন্তান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান
ডেপুটি এর্টনী জেনারেল হলেন এডভোকেট ফরিদ উদ্দিন খান
মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন লাভ করেছেন
ডাঃ সেহেলী নার্গিস মাতৃসদন, শিশু স্বাস্থ্য ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, আজিমপুর, ঢাকা এর পরিচালক হয়েছেন
আমাদের নিয়াজ ভাই
চুনতী হযরত শাহ ছাহেব ও মাহফিলে সীরতুন্নবী
Siratunnabi (SM)
Blood Bank
Illustrious Person
Events & Happening
Gardens of Remembrance
Sher Khani
Send Your Profile
Photo Album
Video Channel
চুনতি ডট কম শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম ২০২২ অনুষ্ঠিত
৫ম বারের মতো শিক্ষা সামগ্রী ( মানসম্মত ব্যাগ খাতা কলম পেন্সিল শার্পনার ও রাবার ) ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক শ্রেণির ৩০০ জন নির্বাচিত (অসচ্ছল ও নিয়মিত শিক্ষার্থী) শিক্ষার্থীদের মধ্যে বিতরণী ১৮ ফেব্রুয়ারি ২০২২ চুনতি আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি ও সমাজসেবক সরকারি মহিলা ডিগ্ৰী কলেজ এর অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব আমিন আহমদ খান ( জুনু মিয়া ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চুনতি ডটকম এর ব্যবস্থাপনায় ও শুভানুধ্যায়ীদের বদান্যতায় একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের সহযোগিতা এবং যাহেদুর রহমান এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুনতি দারুত তাহফিজ এর শিক্ষার্থী ইয়াছিন আরাফাত। সম্মিলিত জাতীয় সংগিত পরিবেশন ও কাজি আরিফুল ইসলাম এর স্বাগত বক্তব্য এবং সংক্ষিপ্ত পরিসরে শুভেচ্ছা জ্ঞাপন করেন মাসুদ হাবিব কাজল, চুনতি সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক সাজ্জাদ খান, কবি অধ্যাপক রুহুল কাদের ( রুহ রুহেল ), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক সাদাত জামান খান মারুফ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, চুনতি শাহী জামে মসজিদের খতিব ও তরিকত এ মুজাদেদ্দীয়া খলিফা মূযায অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোসাইন, আনজুমান এ তোলাবায়ে সাবেকিন সভাপতি মাওলানা মমতাজুর রহমান, সেক্রেটারি মাওলানা অলিউদ্দিন মোহাম্মদ , চুনতি সমাজ কল্যাণ পরিষদের সম্পাদক এডভোকেট মিনহাজুল আবরার প্রমুখ। মঞ্চে উপবিষ্ট ছিলেন কমরুল হুদা, সীরাতুন্নবী সঃ মাহফিল চুনতী এর মূতোয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সৈয়দ উদ্দিষ ছিদ্দিকী, সাজেদ খান, জসিম উদ্দিন কবির, আশেকুর রহমান, কাজি আবদুল ওয়াহেদ ছোহেল, জাবেদ আব্বাস ছিদ্দিকী, প্রকৌশলী সামির উদ্দিন রিপন, বশির উদ্দিন ফারুকী , রবিউল হাসান আশিক, আসমা উল্লাহ ইমরাত, চুনতি ইউপি সদস্য আল মোহতাদি, আয়কর আইনজীবী কুতুব উদ্দিন, অধ্যাপক আমির মোহাম্মদ খান, সহ আরো অনেকে।
আলহাজ্ব মোহাম্মদ নাঈম নিমু, সাদুর রহমান, শাহাদাত খান ছিদ্দিকী , মাহমুদ জামান খান , কাজি শরিফুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম এর সার্বিক তত্ত্বাবধানে চুনতি এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে এই আয়োজন সফল হয় ।
চুনতি ডটকম এডমিন প্যানেল এই মহতী উদ্যোগের সকল অনুদান দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে পরবর্তী সময়ে ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য রাখেন।
Post Date : 28 Mar 2022
Posted By : Kaji Shariful Islam
Share
0
Comments
Leave a Replay
Make sure you enter the(*)required information
Message *
Launch demo modal
×
Chunati.com~Posting Comments