চুনতি ডট কম ২০১৭ সাল থেকে চুনতির শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। শিক্ষা সামগ্রীর মধ্যে ১টি সুন্দর ব্যাগ, ৬টি খাতা, ৬টি কলম, ৬টি পেন্সিল, রাবার ও সার্পনার থাকে। সর্বশেষ ২০২২ সালে চুনতি ডট কম ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ এর অধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। চুনতি ডট কম এর ৬ষ্ঠ আয়োজন শিক্ষা সামগ্রী বিতরণ ২০২৩ আগামী ১৭ই ফেব্রুয়ারি চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। বিগত বছরের ন্যায় এই আয়োজনে বাজেট প্রায় দুই লাখ টাকা। চুনতি ডট কম একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রী যারা শিক্ষা সামগ্রী কিনতে অসমর্থ তাদেরকে নির্বাচন করে থাকে। চুনতি ডটকমের এই কার্যক্রম বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে, এলাকার গরিব ছাত্র-ছাত্রীরা বছরের শুরুতে অপেক্ষা করে কখন তাদের জন্য শিক্ষা সামগ্রী আসবে।
চুনতি ডটকমের এই মহতী উদ্যোগ চুনতির মানুষের ব্যক্তিগত অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। চুনতি ডট কমের এই মহতি আয়োজনে যারা সম্পৃক্ত হতে ইচ্ছুক তাঁদেরকে চুনতি ডট কমের ব্যাংক হিসাবে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনুদান সমূহ আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে জমা করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে ।
Make sure you enter the(*)required information