Chunati.com Marathon 2022


চুনতি ডট কমের আয়োজনে  ২৩শে ডিসেম্বর দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী গ্রাম চুনতিতে  অনুষ্ঠিত হতে গেল  'চুনতি ডট কম ম্যারাথন ২০২২' নামে ১০ কিঃমিঃ দৌড় প্রতিযোগিতা  । প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড় আর সমতল বেষ্টিত জনপদ চুনতি র  দৃষ্টিনন্দন ইসহাক মিয়া সড়কে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামসহ  শহর সারাদেশ থেকে দুইশর অধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, চুনতির  সর্বস্তরের মানুষ এই উৎসবে শরিক হন।  

'ম্যারাথন শুধু একটা  ক্রীড়া নয়, এটা একটা উৎসব' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুনতি ডট কম ম্যারাথন ২০২২ কার্যক্রম শুরু করা হয়েছিল।  আমরা বলেছিলাম হয় প্রতিযোগী হিসেবে আসুন না হয়  প্রতিযোগিতা উপভোগ করার জন্য আসুন কিন্তু চুনতি ডট কম ম্যারাথনে অংশগ্রহণ করতে ভুলবেননা  । আমাদের উদ্দেশ্য ছিল সবাই এই ম্যারাথন কে একটা উৎসব হিসেবে নেবে এবং এই ম্যারাথনে অংশগ্রহণ করার মাধ্যমে ও অংশগ্রহণকারীদের দেখে উদবুদ্ধ হয়ে হাঁটা, দৌড়ানো ও সুস্থ জীবনধারা মেনে চলাকে তাদের প্রাত্যাহিক জীবনের অংশ হিসেবে নেবে। এই জায়গায় আমরা কতটুকু সফল হয়েছি সেটা অনুমান করা সময় এখনো আসেনি, তবে অনেককে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পেরে আফসোস করতে দেখেছি, অনেককে বলতে শুনেছি এখন থেকে তারা আগামী ম্যারাথনে বিজয়ী হবার জন্য প্রস্তুুতি শুরু করবে।

চুনতি ডট কম সবসময় সমাজ বিনির্মানে ও তরুণসমাজের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছে এর  জন্মলগ্ন সেই ২০০৬ সাল থেকেই। আপনাদের সবার সহযোগিতা ও অনুপ্রেরণাই আমরা প্রত্যেকটা কার্যক্রম অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।  'চুনতি ডট কম ম্যারাথন ২০২২' কার্যক্রম নিয়ে আমাদের পরিকল্পনা ছিল এটাকে একটা ব্র্যান্ড হিসেবে দেশে ও দেশের বাইরে পরিচিত করানো, চুনতির পরিচিতি, সুনাম চতুর্দিকে আরো ছড়িয়ে ছিটিয়ে দেয়া। আলহামদুলিল্লাহ আমরা কিছুটা হলে ও সার্থক হয়েছি। ম্যারাথন কার্যক্রম শুরু হবার পর থেকে আজ পর্যন্ত আমরা অনেককে পেয়েছি যারা চুনতি সম্পর্কে জানতে চেয়েছে, অনেকে ম্যারাথনে অংশগ্রহণের পর চুনতির সুন্দর পরিবেশ ও অতিথিয়েতায় মুগ্ধ হয়ে আমাদেরকে ফোন করে কৃতজ্ঞতা জানিয়েছেন।  

বিজয়ীদের নাম নিচে দেয়া হল :

পঞ্চাশোর্ধ ক্যাটাগরি:
চ্যাম্পিয়ন - বিভূত ভুষণ বালা
১ম রানার্স আপ -বিকাশ কুসুম চক্রবর্তী
২য় রানার্স আপ (যৌথ) - মৃদুল কান্তি সিংহ
২য় রানার্স আপ (যৌথ) - শাপাল চন্দ্র দাস

সাধারণ ক্যাটাগরি:
১ম- মোহাম্মদ সুজন
২য় - আব্দুল্লাহ আল নোমান
৩য় - আবু আব্দুল্লাহ মুহাম্মদ রিয়ান
৪র্থ - মোহাম্মদ সাঈদ
৫ম - তাশরিকুন নূর
৬ষ্ঠ - মোঃ নূর নবী
৭ম - মোহাম্মদ তাশরিক মজুমদার

ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকল নিবন্ধিত অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক ও প্রশাসন এবং এলাকাবাসী। চুনতি ডটকম ম্যারাথন ২০২২ -তে  আমাদের সহযোগী ছিলেন নিন্মোক্ত প্রতিষ্ঠানগুলো। সেটার বাইরে ও আমাদেরকে ব্যাক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছেন ডঃ এজেএম সাদেক, ডঃ মাহমুদুর রহমান, কফিল উদ্দিন লিটু, জয়নাল আবেদীন সবাব, মিসবাহুল ইসলাম ধোনী প্রমুখ।

সহযোগী প্রতিষ্টানসমূহ :
- Confidence Vacuum Salt
- Sea Dream Yacht Club BD
- Reckitt Benckiser (Bangladesh)
- Trim Trade Ltd.
- Juta Bazar
- PlusNet Communication
- PageX Technologies
- Sound Health Hospital, Lohagara, Chattogram
- Rotary Club of Chittagong Mid City

চুনতি ডট কম ম্যারাথন ২০২২ এর মূল পরিকল্পনায় ছিলেন কাজী লতিফুল ইসলাম ও কাজী শরিফুল ইসলাম। চুনতি ডট কমের ভুলান্টিয়ারদের নিরলস পরিশ্রমের কারণে এই আয়োজন এত সুচারুরূপে করা সম্ভব হয়েছে। চুনতি ডট কমের এডমিন প্যানেলের প্রত্যেকটা সদস্য এই আয়োজনকে সফল করতে অনেক সময় ও শ্রম দিয়েছেন। চুনতির প্রতিটি ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে নিঃস্বার্থ সহযোগিতার মাধ্যমে চুনতি ডট কম ম্যারাথন ২০২২ কে সফলকাম করে তুলেছেন।মেহেরুন্নেসা স্কুলের ছাত্র ও শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। চুনতি ডটকম ম্যারাথনের অনিন্দ্য সুন্দর টি-শার্ট,  মেডেল ও লোগো ডিজাইন করে সব সময়ের মতো সহযোগিতা করেছেন বিশিষ্ট শিল্পী আব্দুল হালিম, হেড অব ডিজাইন, এসিআই প্রিমিও প্লাস্টিকস লিমিটেড।

চুনতি  ডট কম ম্যারাথন ২০২২ অনুষ্টানটি যাহেদুর রহমান এর সঞ্চালনায় পরিচালিত হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসমাইল মানিক,ডাঃ এজেএম সাদেক, ডাঃ মাহমুদুর রহমান, চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন জয়নাল আবেদীন জনু, মিনহাজুল আবরার, অলিউদ্দিন, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, আবুল কালাম আজাদ, কাজি আরিফুল ইসলাম, নাঈম নিমু, সাদুর রহমান,মুজিবুর রহমান মণি, সাইফুল মুহাম্মদ শ্রাবণ, জাবেদ আব্বাস ছিদ্দিকী, আশিকুর রহমান,মাহমুদ জামান খান, শাহাদাত খান ছিদ্দিকী, নাজেম উদ্দিন ছিদ্দিকী, রবিউল হাসান আশিক, ইসহাক খান মুকুট, রাশেদুল হক, মিজানুর রহমান ছিদ্দিকী রাজিন  প্রমূখ।

চুনতি ডট কমের এই উৎসবে শরিক হবার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শত বছরের সম্ভ্রান্ত ও ঐতিহ্যে লালিত প্রিয় গ্রামে  চুনতি ডট কম এর এই প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এডমিন, চুনতি ডট কম

Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information