বিশিষ্ট সংগঠক, সমাজসেবক, বিতার্কিক, চুনতি ডট কম এর এডমিন প্যানেলের অন্যতম সদস্য এবং চুনতির খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব জনাব ছাইফুল হুদা ছিদ্দিকীকে উনার জন্মদিনে চুনতি ডট কম পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা । চুনতি ডট কমের পথ চলার শুরু থেকেই উনি আমাদের সাথে আছেন, চুনতি ডট কম কে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে উনার নিরলস পরিশ্রম, একাগ্রতা ও অনুপ্রেরনা অনস্বীকার্য ।
মহান আল্লাহতায়ালা আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার আগামি দিনের পথচলা সুন্দর ও সুগম করুক।
এডমিন
চুনতি ডট কম।