জেদ্দার কিং আব্দুল আযীয বিশ্ববিদ্যালয় (থেকে সদ্য অবসরে যাওয়া) ইসলামী অর্থ আইনের সহযোগী অধ্যাপক এবং গাইড্যান্স কলেজের (টেক্সাস) ইসলামী অর্থনীতি বিভাগের বর্তমান অধ্যাপক (লীড প্রফেসর) ড. আবু উমর ফারূক আহমদ বিশ্বের শীর্ষ ইসলামী আইনজ্ঞদের ২০২৫ সালের তালিকায় তৃতীয় স্থান করে নিয়েছেন। তালিকাটি সংশ্লিষ্ট বিষয়ের উপর গবেষকদের প্রকাশিত গবেষণার সূচক এইচ-ইনডেক্সের (h-index) উপর ভিত্তি করে AD Scientific Index (Alper-Doger Scientific Index) তৈরি করে থাকে। অধ্যাপক আহমদের গবেষণার প্রধান বিষয় ইসলামী অর্থনীতি, ফাইন্যান্স,ও ব্যাংকিং আইন, ইসলামে আর্থিক লেনদেন পদ্ধতি আইন (নিযাম আল-মু'আমালাত আল-মালিইয়াহ ফিল ইসলাম) শরী'আহ শাসন (গভর্নেন্স), ইসলামী বীমা (তাকাফুল), ইসলামী পুঁজি বাজার, ইসলামী ঝুঁকি ব্যবস্থাপনা, ফত্ওয়া শপিং, ইসলামী অর্থ ব্যবস্থায় বিকল্প আপত্তি নিষ্পত্তি (এডিআর), দেশে দেশে ইসলামী ব্যাংকিং অনুশীলনে আইনগত বাধা ও তা থেকে উত্তরণের উপায়, আইন ও বাস্তবতায় ইসলামী ব্যাংকিংয়ের প্রায়োগিক মিল-অমিল ও তার কারণ সমূহ ইত্যাদি। তাঁর মৌলিক গবেষণা প্রবন্ধ সমগ্র ইউএসএ, ইউকে, সিংগাপুর, মালয়েশিয়া, ইউরোপীয় ও আরব বিশ্ব সহ বিভিন্ন দেশের ওয়েব অফ সায়েন্স, স্কোপাস ও এবিডিসি ইনডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বই, মনোগ্রাম, প্রচ্ছদ (বুক চেপ্টার), জার্নাল আর্টিকল, কনফারেন্স প্রসিডিংস, ও গবেষণা প্রবন্ধের (রিসার্চ আর্টিকল) সংখ্যা ১৫০ এর অধিক। ইতিমধ্যেই তাঁর গবেষণা কর্মের সাইটেশানের সংখ্যা ৩,৫০০ ছুঁই ছুঁই করছে। তিনি বিভিন্ন আর্ন্তজাতিক প্রফেশনাল ফোরাম ও কনফারেন্সে প্রধান প্রবন্ধ উপস্থাপক (কীনোট প্রেজেন্টার), আমন্ত্রিত বক্তা (ইনভাইটেড স্পিকার) এবং অতিথি বক্তা (গেষ্ট স্পিকার) হিসেবে অংশগ্রহণ করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, কনফারেন্স ও এক্সিবিশনে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন। উল্লেখ্য, অষ্ট্রেলিয়ার ওয়েষ্টার্ণ সিডনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস এন্ড ল' থেকে অর্জিত তাঁর পিএইচডি ডিসার্টেশানের জন্য তাঁকে সর্বোচ্চ ডিগ্রি 'হাই ডিস্টিংশান' এওয়ার্ডে ভূষিত করা হয়। বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আইন গবেষক এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস অধ্যাপক রাযীন সাপ্পিডীনের তত্ত্বাবধায়নে লিখিত তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিল "অষ্ট্রেলিয়ায় আধুনিক ইসলামী অর্থ ব্যবস্থার আইন ও তার প্রয়োগ" (Law and Practice of Modern Islamic Finance in Australia)। গবেষকদের দ্বারা এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ডাউনলোড হওয়া এই গবেষণা কর্মটি আগ্রহী যে কোন পাঠক এই লিঙ্ক থেকে সরাসরি পেতে পারেন। https://researchdirect.westernsydney.edu.au/islandora/object/uws:6376/datastream/PDF/view
প্রফেসর আহমদ এ যাবত পৃথিবীর বিভিন্ন উচ্চ র্যাঙ্কিং বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের অর্ধ শতাধিক পিএইচডি থিসিসের পরীক্ষক (এক্সটারনাল এক্সামিনার) হিসেবে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি পাঁচ সন্তানের জনক এবং ২৭ বছর থেকে স্থায়ীভাবে সপরিবার অষ্ট্রেলিয়ায় বসবাস করে আসছেন। স্বেচ্ছাসেবী সমাজ সংগঠক হিসেবে পেশাগত সেবাদানের পাশাপাশি আজীবন তিনি নানা ধরনের সমাজ হিতৈষী কাজের সাথে জড়িত থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি সিডনিতে বাংলাদেশী কমিউনিটির নেতৃত্বে পরিচালিত অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি (ফাউন্ডিং প্রেসিডেন্ট) এবং প্রথম নির্বাচিত সভাপতির (ইলেক্টেড প্রেসিডেন্ট) দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, প্রফেসর আহমদের অপর দুই ভাইও পিএইচডি সম্পন্ন করেন মালয়েশিয়ার দু'টি বিশ্ববিদ্যালয় থেকে। তাছাড়া অন্য এক ভাই চট্টগ্রামের ইউএসটিসির প্রফেসর। তাঁর বড় মেয়ে ও সম্প্রতি কুইন্স মেরী ইউনিভার্সিটি লন্ডন থেকে পিএইচডি অর্জন করেন।
Make sure you enter the(*)required information