Forum



Author Topic: Gratitude to kazi Family (Read 3096 Times)

Zahed Rahman

  • S/o : Abed & Bulu , Enayet Ali Ukil Bari, Chunati
  • 01819383870
  • zahed.zahed@yahoo.com
Gratitude to kazi Family
« on: 10 Aug 2017 »

চুনতি ডটকম কম্পিউটার ইঞ্জিনিয়ার কাজি শরিফুল ইসলাম ও মেরিন ইঞ্জিনিয়ার কাজি লতিফুল ইসলাম এর অসামান্য ও অনবদ্য সংজোজন।
এটি একটি সার্বজনীন প্লাটফরম, সকল সদস্যই স্বেচ্ছাসেবক।
২০০৬ সালে প্রথম আত্মপ্রকাশ হয় মুন্সেফ বাজার তথা দোয়ানর সাম্মে।
জন্মলগ্ন থেকেই নানা আয়োজন পিকনিক, ইফতার মাহফিল, চুনতি অভয়ারণ্য জাতিসংঘ ইকুয়েটর পুরস্কার সেলিব্রেশন, বাংলা নববর্ষ উদযাপন, শিক্ষাসামগ্রী বিতরণ এবং চুনতি সমিতি ঢাকা, খান ফাউন্ডেশন সহ অন্যান্য ক্লাবের পার্টনার হিসেবে কাজ করে আসছে।
নানাবিধ কারণে দুবছর তেমন কোন সমাবেশ আয়োজন হয়নি।
এবার পুনর্মিলন প্রস্তাব আসলে আমরা পারটিসিপেন্টস নিয়ে শংকায় ছিলাম তারপর ও ১৫০-২০০ জন টার্গেট নিয়ে মোটেল সৈকত না অন্য কোন ক্লাব, শেহজাদ-রুনার বাসায় পরম আথিথেয়তায় মিটিং সিটিং। সিদ্ধান্ত হলো পর্যটন মোটেল ই হবে। সবাই এগিয়ে এলে ৩০০-৩৫০ কোন ব্যাপার না। না হয় বিশাল হল আমাদের নিয়ে অট্টহাসি দেবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এর কল্যাণ পুরোদম কাজ এগিয়ে চলল। ১৯ জুলাই আকস্মিক ছন্দপতন। দু/চারদিন সবকিছু স্থবির হয়ে পড়ে।
পরিস্থিতি পর্যালোচনা করে ঘুরে দাঁড়াবার সিদ্ধান্ত হয় - ২৮ জুলাই হবে ইনশাল্লাহ।
আমরা আবেগে উদ্বেলিত ৪৫০+ নিশ্চিত। এখন শংকিত হচ্ছি চুনতি বাসীর অভুতপুরব সাড়া - ন্যায্য সম্মান দিতে পারব কি ?
সবার ঐকান্তিক সহযোগিতা, সহমর্মিতা ও ত্যাগ পরবর্তি মিলনমেলা আয়োজন আমাদের পাথেয় হবে।
আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ভুল-ত্রুটির জন্য,
কারণ এতো সংখ্যক সাড়া পাব জানলে বিকল্প ভেন্যু সিলেকশন করা যেতো ( আগামী বার আরো ভাল হবে ইনশাল্লাহ)
বিকেল পাঁচটা হতে রাত এগারোটা খুবই অল্প সময়,
তাই আবারো সবিনয় আরজ, যথাসময় মোটেল সৈকত এ চলে আসুন।
www.chunati.com