তোমাকে ভালোবাসি তাইআগুনঝরা চৈত্র দুপুরেপিপাসিত পাখির কান্না শুনেকার্ণিশে রাখি এক পেয়ালা জল।তোমাকে ভালোবাসি তাইনুয়ে পড়া বেলি ফুলের চোখেদেখি অসহায় আহ্বান—উপড়ে ফেলি নিঃশব্দ শত্রু, বিষের বীজ।তোমাকে ভালোবাসি তাইসারি সারি মেঘের সাথে রোদ্দুরে খেলি শৈশবের —গোল্লাছুট, হাডুডু, খেঁকশিয়ালের বিয়ে খেলা ।তোমাকে ভালোবাসি তাইস্বার্থে গড়া আপন মুখেরঅকৃতজ্ঞ চোখের কুয়াশা পেরিয়েহাসি রাখি ঠোঁটের কোণে, হৃদয়ে উপেক্ষা।তোমাকে ভালোবাসি তাইগাজার শিশুর কান্নায় থমকে যাই—চাপা দিই সকল প্রচারমাধ্যম,বন্ধ করি ফেসবুক, প্রতি ঘণ্টার বুলেটিন—জেনে শুনে নীরবতায় উচ্চারণ করি প্রতিবাদ।আমি সুন্দরকামী—আমি সুন্দর ভালোবাসিআমি সুন্দরে বাঁচি, প্রতিবাদ করি অন্ধকারের-আর নিজের ভেতরেই গড়ে তুলিএকটা ছোট্ট, দীপ্তিমান পৃথিবী—সুন্দর আর ভালোবাসায় পূর্ণ এক মানুষ হয়ে বাঁচি।
Make sure you enter the(*)required information