পাক-ভারত উপমহাদেশের প্রসিদ্ধ সিলসিলায়ে আজমগড়ী (রাহঃ) এর দুই উজ্জ্বল নক্ষত্র শমসুল ওলামা, উস্তাজুল ওলামা শাহ মাওলানা নজির আহমদ (রাহঃ) ও তদ্বীয় সুযোগ্য পুত্র আরকানি হযরতের নয়নমণী পীরে কামেল মরহুম শাহ মাওলানা হাবীব আহমদ (রাহঃ) (পীর সাহেব কেবলা, চুনতী) এর বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল এবং ত্বরীকত সম্মেলন গতকাল ০৮-১১-২০১৮ ইং রোজ বৃহস্পতিবার চুনতী ইউছুফ মঞ্জিল সংলগ্ন মুজাদ্দেদিয়া হাবীবিয়া খানেকা মসজিদে অনুষ্ঠিত হয়।
ফজরের নামাজের পর খতমে কোরআন শরীফ, খতমে বোখারী শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে খাজেগান শরীফের মাধ্যমে মাহফিলের প্রথম অধিবেশন শুরু হয়। এবং জোহরের নামাজের পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয়।
মাহফিলের দ্বিতীয় অধিবেশনে চুনতী ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবী প্রভাষক মাওলানা হেলাল উদ্দীন মুসার সঞ্চালনায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উক্ত অধিবেশনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন চুনতী হা-মীম-একাডেমীর প্রধান শিক্ষক এবং চুনতী জুমা মসজিদের পেশ ইমাম মাওলানা রুকন উদ্দীন এবং চুনতী ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জালাল উদ্দীন।
মাগরিবের নামাজের পর ৩য় অধিবেশনের শুরুতে ত্বরীকতের নিয়মানুসারে ফাতেহা শরীফ আদায় ও মোরাকাবা সম্পন্ন হয়। উক্ত মোরাকাবা এবং মুনাজাত পরিচালনা করেন খলিফায়ে মুজায খালেকিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক ক্বারী মাওলানা জালালুদ্দীন মুনিরী। মুনাজাতের পর যথারীতি মাহফিলের আলোচনা পর্ব শুরু হয়। এই অধিবেশনে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল অনার্স -মাস্টার্স মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা রিদ্ওয়ানুল হক নিজামী সাহেব।
মাহফিলের চতুর্থ অধিবেশন শুরু হয় এশারের নামাজের পর। ত্বরীকতের নিয়মানুসারে নামাজের পর দরুদ শরীফ আদায় করা হয়। এবং পরে চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী সাহেবের সভাপতিত্বে মাহফিলের চতুর্থ অধিবেশন শুরু হয়। এই অধিবেশনের প্রধান আলোচক ছিলেন চুনতী হাঃ কাঃ (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস মাওলানা শাহে আলম সাহেব। উনি ত্বরীকতের গুরুত্ব এবং প্রয়োজনীয় দলীল উপস্থাপন এবং আওলিয়া কেরামের জীবনি আলোচনা করেন। এর পরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন মরহুম শাহ মৌলানা হাবিব আহমদ (রাহঃ) এর সূযোগ্য পুত্র চুনতী বায়তুল্লাহ মসজিদের সম্মানিত খতিব মাওলানা সালাহউদ্দীন হাবিবি। এর পর সমাপনী বক্তব্য রাখেন উক্ত মাহফিলের সভাপতি এবং চুনতী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হাফিজুল হক নিজামী। পরে মিলাদ এবং ক্বিয়াম পরিচালনা করেন মাহফিলের সঞ্চালক মাওলানা হেলাল উদ্দীন মুসা। এবং শুভাকাঙ্খী, মরহুমীন, ও সমগ্র মুসলিম উম্মাহ ও দেশের জন্য দোয়া এবং মুনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্তি হয়। মুনাজাত পরিচালনা করেন চুনতী হাকিমিয়া কামিল (অনার্স -মাস্টার্স) মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হাফিজুল হক নিজামী সাহেব।
Make sure you enter the(*)required information