আপনাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় চুনতি ডট কম, চুনতির উজ্জ্বল নক্ষত্র ও স্বজনদের নিয়ে চারটি ওয়েবিনার সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিটি পর্ব পরিকল্পনা ও বাস্তবায়নে সম্মিলিত প্রয়াস আমাদের এই অর্জন । মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সম্ভাবনার আলোকে করণীয় নিয়েই সাজানো হয় আমাদের আমাদের প্রতিটি ওয়েবিনার। শিক্ষা,সংস্কৃতি ও ধর্মীয় মুল্যবোধের গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক চুনতি গ্রাম। পবিত্র ঈদুল আযহা আমাদের দোরগোড়ায় এই প্রেক্ষিতে ২৫ জুলাই , শনিবার, বাংলাদেশ সময় রাত ৯:০০ টায় ৫ম ওয়েবিনারের পর্দা উঠছে। এইবারের ওয়েবিনার সাজানো হয়েছে করোনায় ঈদুল আজহায় করণীয়, ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিকতায় চুনতি এর উপর আলোচনা নিয়ে ।
চুনতি ডট কম ফেইসবুক ও ইউটিউব পেজের মাধ্যমে নিম্নোক্ত লিংকে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। https://www.facebook.com/chunatidotcom/https://www.youtube.com/channel/UCEHElaLrs8S8N-ntVwTNDswবিষয় : কোভিড -১৯ ভাবনায় পবিত্র ঈদুল আযহা এবং আধ্যাত্মিকতায় চুনতি। ( Holy Eid Ul Adha in COVID 19 time Time and Spirituality in the context of Chunati )নিম্নোক্ত সম্মানিত অতিথিবৃন্দ এই লাইভ প্রোগ্রামে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন:- প্রফেসর ডঃ আবু বকর রফিক- অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী- স্কলার আনসারুল করিম জুনায়েদঅনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন :- জনাব যাহেদুর রহমান- জনাব কশশাফুল হক শেহজাদঅনুষ্ঠানটির পরিকল্পনা ও কারিগরি সহায়তায় আছেন :- কাজী লতিফুল ইসলাম- কাজী শরিফুল ইসলামশিল্প নির্দেশনা: আব্দুল হালিমআয়োজক: চুনতি ডট কমপ্রধান সমন্বয়ক: আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল ( মানিক)চুনতি ডট কম ওয়েবিনার কমিটিতে যারা আছেন : ছাইফুল হুদা সিদ্দিকী, কাশশাফুল হক শেহজাদ, ডাঃ আব্দুস সালাম ওসমানী ( আবু), সাজ্জাদ খান, কাজী আরিফুল ইসলাম, নাঈম নিমু, যাহেদুর রহমান, কাজী লতিফুল ইসলাম, রবিউল হাসান আশিক, আব্দুল হালিম, কাজী শরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম
Make sure you enter the(*)required information