চুনতীর ত্রিরত্ন বরেণ্য আলেমেদ্বীন ও ইসলামিক স্কলারদের সমন্বয়ে কোরআ-সুন্নার আলোকে তথ্যভিত্তিক ও সমসাময়িক মুসলিম বিশ্ব প্রক্ষেপটের উপর চুনতী ডটকমের উদ্যেগে পঞ্চমতম ওয়েবিনার সমাপ্ত হল। জনাব জনাব কশশাফুল হক শেহজাদ ও জনাব যাহেদুর রহমান সঞ্চালণায় ওয়েবিনারে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ডঃ আবু বকর রফিক,অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, স্কলার আনসারুল করিম জুনায়েদ । বিজ্ঞ আলোচকরা নির্ধারিত সময়ের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে লাইভ প্রোগ্রামের ইতি টানেন। কোভিড১৯ ভাবনায় ঈদুল আযহা এবং আধ্যাত্বিকতায় চুনতী এ বিষয়ে সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন।
বিজ্ঞ আলোচকরা ঈদুল আযহা উদযাপন, আধ্যাত্বিকতায় চুনতী এবং বতর্মান পরিস্হিতি তে বিশ্ব মুসলিম উম্মার করণীয় শীর্ষক আলোচনার মাধ্যমে সময়োপযোগী বক্তব্য উপস্হাপন করেন।আলোচকবৃন্দ চলমান ক্রান্তিকালে মুসলিম উম্মার করণীয় নিয়ে কিছু ম্যাসেজ আমাদের সামনে তুলে ধরেন।যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময়োপযোগি এবং উম্মার জন্যে অবশ্য পালনীয়।আন্জুমানে ইখওয়ানুত তারীকত চুনতী'র চলমান পরিক্রমা নিয়েও সারগর্ভ আলোচনা উঠে আসে। প্রসঙ্গক্রমে আধ্যাত্বিক গ্রাম প্রিয় চুনতী নিয়ে সামান্য অনুভূতি প্রকাশ করতে চাই।ইতিহাস,ঐতিহ্য,শিক্ষা, সংস্কৃতির পাদপীঠ প্রিয় চুনতী। অরণ্যে,বরণ্যে তারকাখচিত প্রিয় গ্রাম চুনতীর পরিচিতি পরিব্যাপ্ত।আলেম,উলাম,পীর-মাশায়েখদের পদদূলায় ধন্য চুনতী গ্রাম।প্রায় অর্ধ কিলোমিটার জায়গার মধ্যে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের উপস্হিতি।যথাক্রমে শতাব্দী অতিক্রমি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন,হাজার হাজার দেশবরেণ্য আলেম তৈরীর সুতিকাগার উম্মুল মাদারিস খ্যাত চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স)মাদ্রাসা,সদ্য সরকারি মন্জুরীপ্রাপ্ত নৈসর্গিক সৌন্দর্যে আচ্ছাদিত ঐতিহ্যবাহী চুনতি সরকারি মহিলা কলেজ,চুনতী ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসা,চুনতী উচ্চ বিদ্যালয়, চুনতী হাকিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিলেনিয়াম রেসিডেন্সিয়াল স্কুলসহ শিক্ষা অন্যান্য প্রতিষ্ঠান।সামরিক /বেসামরিক, সরকারি /বেসরকারি উচ্চ পদস্হ ব্যাক্তি, ডাক্তার, ইন্জিনিয়ার,আলেম-ওলামা,ইউনিভার্সিটি লেভেলের প্রফেসর, কর্পোরেট পার্সন এবং মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে প্রিয় চুনতীর পদস্হ ব্যাক্তিদের অবস্হান এবং স্ব স্ব পরিসরে তাদের কর্মদক্ষতা প্রমাণ করে চুনতী বাংলাদেশের অনন্য একটি শিক্ষাগ্রাম।চুনতীর ইতিহাস, ঐতিহ্য,কৃষ্টি -সংস্কৃতির পর্যালোচনায় অনেক কৃতি ব্যাক্তির জীবনি আমাদের সামনে ভেসে উঠে এ প্রেক্ষিত সংকোচহীন ভাবে বলাযায় স্বর্ণপ্রসবিণী গ্রাম প্রিয় চুনতী।প্রসঙ্গক্রমে বলা যায়,চুনতী মাদ্রাসায় মাস্টার্সের মান দেয়ার জন্যে ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার একটি টিম মাদ্রাসা পরিদর্শনে আসেন। ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ক'জন অধ্যাপক মাদ্রাসার চারিদিকে ঘুরে বেড়ানোর পর মঞ্চে বক্তব্য দেয়ার সময় একজন অধ্যাপক বলেন,পূর্ব-পশ্চিম টিলার উপর এতগুলো উচু মাপের প্রতিষ্ঠানের উপস্হিতি আমাদের মুগ্ধ করেছে,চুনতী জায়গা হিসেবে সবুজাভ এবং গ্রাম হিসেবে একটি শিক্ষা গ্রামের অনুপম বৈশিষ্ট্য নিয়ে দাড়িয়ে আছে।পরিবেশে রক্ষায় জাতিসংঘ ইকুয়েডর প্রাপ্ত চুনতী অভয়ারণ্য বিশ্বব্যাপী ভূয়সী প্রশংসা কুড়ে নিয়েছে। এক্ষেত্রে চুনতীবাসির প্রিয় প্লাটফর্ম বাংলাদেশের সর্বপ্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডটকমের অনবদ্য প্রয়াস রয়েছে। চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী মাহফিলে সীরিতুন্নবী (সা:)এর পরিচিতি রয়েছে দেশজুড়ে। যেখানে কাওমী -আলিয়া উভয়ধারার আলেমরা বিষয়ভিত্তিক আলোচনা রাখেন।অনেক জায়গায় ফুরু'আত(শাখা মাসআলা) নিয়ে আলেমদের মতানৈক্য থাকলেও চুনতী সীরাত মঞ্চ এসব কিছুর উর্ধে।বলাযায় ওয়াহদাতে উম্মাতের(উম্মাতের ঐক্যে) মাইলফলক চুনতীর ঐতিহাসিক সীরিতুন্নবী (সা:)মাহফিল।সব সংকীর্ণ মনোবৃত্তির উর্ধে উঠে বাণীয়ে সীরাত হযরত শাহ হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রা:)এ প্লাটফর্মটির ভিত্তি স্হাপন করেন।সরশেষে গতকালে ওয়েবিনার সিরিজের শুরুতে সর্বমহলের প্রিয়জন বিজ্ঞ সঞ্চালক জনাব যাহেদুর রহমান উপস্হাপনার প্রারম্ভে যে কথাগুলো বলেছিলেন তার কিছু অংশ উল্লেখ করতে চাই....আমাদের চুনতী শিক্ষা ও ধর্মীয় দীক্ষায় বিশ্ববাসীর জন্যে মডেল।যুগে যুগে শ্রেষ্ঠ সন্তানেরা উল্লেখযোগ্য স্বাক্ষর রেখে গেছেন।আমাদের প্রত্যাশা এ ধারা অব্যাহত থাকবে।বৃটিশ আমল থেকেই শুকুর আলী মুন্সেফ ও নাছির উদ্দীন ডেপুটি সহ আরো অনেকে সরকারি চাকুরীতে উচ্চাসীন হলেও ধর্মীয় সাধনায় অনন্য ছিলেন।আধুনিক কিংবা ধর্মীয় শিক্ষা যাই আমরা গ্রহণ করিনা কেন চুনতীবাসির ঐতিহ্য আধ্যাত্বিকতায় সমৃদ্ধ।শরীয়ত, তারীকত ও মা'রেফাতের উচ্চ শিখরে চুনতিবাবাসী বরাবরই মধ্যমপন্হা অবলম্বন করে থাকে।ফলে প্রত্যেকে চুনতিবাসীর স্বপ্ন ও সাধনা বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি না কেনো অন্তত শেষ সমাধি যেন চুনতীর মাটিতে হয়।সবশেষে যাদের পদচারণায় আজকের সমৃদ্ধ চুনতী তাদের রূহের মাগফেরাত কামনা করছি।চুনতির প্রতিটি কবরস্থানে আমাদের স্বজন যার কবরবাসী হয়েছেন মহান আল্লাহ তা'আলা তাদেরকে জান্নাতের উচ্চাসনে সমাসীন করুন এবং বিশ্ব মুসলিম উম্মাহকে একই পতাকাতলে সমবেত হওয়ার তাওফিক দান করুন।আমীন।
রিপোর্ট : শাহেদ হোসাইন
Make sure you enter the(*)required information