আসসালামুআলাইকুম,চুনতী শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ কল্পে ধারাবাহিক প্রস্তুতি সভার অংশ হিসেবে ইতোমধ্যে সামাজিক, পাড়া , মহল্লা ও ক্লাব প্রতিনিধি দের সাথে শলা পরামর্শ করা হয়। মসজিদ এর তহবিল গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম আজ ১৬ জুলাই শুক্রবার বাদ জুমা চাঁদা সংগ্রহের রসিদ বই অনুমোদন করা হয়। অনুদান দাতাদের অবহিত করণ ও উদ্বুদ্ধ করতে প্রচার পত্র , ব্যক্তি বিশেষ ও প্রতিষ্ঠানের নিকট নিজস্ব প্যাডে আবেদন পত্র প্রেরণের প্রস্তাব গৃহীত হয়।প্রস্তাবিত নকশায় এই মসজিদ (প্রাক্কলিত ব্যয় সাড়ে তিন কোটি টাকা) এর অবকাঠামোগত সুযোগ-সুবিধা :# মনোরম প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন রেখে বর্তমান স্থাপনা ভেঙে সমতল পাহাড় ও উত্তর পার্শ্বে ঢালূ অংশ সমন্বয় করে মূল ভবন নির্মাণ করা হবে।# চারতলা দালান (১৮৭৬৪ বর্গ ফুট) এর মসজিদ ফ্লোর বর্তমান স্তর থেকে ব্যবহৃত হবে যেখানে প্রতি তলায় গড়ে চারশো মুসল্লি সমাবেশ করা যাবে ( ১৭৭৬৪ বর্গ ফুট , আদর্শ সংখ্যা ৩৪৬+৩০৬+৩৪৬= ৯৯৮ জন )# ঢালু অংশে মেজেনাইন ফ্লোর যার নিচ তলা পস্রাবখানা ৮ টি, টয়লেট ৭ টি ও অজূ খানা ২৮ জন , উপর তলা খতিব মহোদয় এর টয়লেট সংযুক্ত কক্ষ, ইমাম ও মুয়াজ্জিন এর আলাদা কক্ষ, অফিস/লাইব্রেরী কাম স্টোরেজ কক্ষ থাকবে।# মসজিদ ফ্লোর এর মেহরাব এর সাথে জানাজা কফিন রাখার ব্যবস্থা থাকবে।# চার তলা পর্যন্ত উত্তর ও দক্ষিণ উভয় পার্শ্বে প্রশস্ত সিঁড়ির পাশাপাশি লিফট সুবিধা থাকবে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটর সংযুক্ত থাকবে।# প্রাকৃতিক বায়ু চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা যাবে।# বাহ্যিক ও অভ্যন্তরিন সৌন্দর্য আধুনিক স্থাপত্য কলার প্রয়োগ থাকবে।# সর্বোপরি মসজিদ ভিত্তিক ইসলামী জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য সময়োপযোগী যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ।
চাঁদা সংগ্রহের জন্য নিম্নোক্ত ব্যাংক হিসাব খোলা হয় :হিসাব শিরোনাম : চুনতী শাহী জামে মসজিদনম্বর : ২০৫০১৫৬০২০ ৫৭৪১৮ ০৬ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,লোহাগাড়া শাখা, চট্টগ্রাম।নগদ ও বিকাশ নম্বর :০১৫৭৫ ৩৬৪৩৫৫হাফিজুল হক নিজামী।
সুত্রঃ যাহেদ রহমান
Make sure you enter the(*)required information