চুনতি ডটকমের চট্টগ্রাম অফিস গত ৫ই আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। অনেকদিনের একটা স্বপ্ন চুনতি ডটকমের চট্টগ্রাম শহরে একটি অফিস থাকবে, অবশেষে চট্টগ্রামের কাজীর দেউড়ির সিজিএস কমপ্লেক্সে কাঙ্ক্ষিত সেই অফিসের যাত্রা শুরু হয়। চুনতি ডটকমের এক ঝাঁক প্রবীণ ও নবীন ভলান্টিয়ার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনাব যাহেদুর রহমানের সঞ্চালনায় এবং জনাব ছাইফুল হুদা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তারপর চুনতি ডটকমের মডারেটর কাজী লতিফুল ইসলাম চুনতি ডটকমের ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন, বিশেষ করে আগামী ডিসেম্বরে চুনতি ডটকমের ব্যানারে যে ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কাজি আরিফুল ইসলাম, মোঃ নাঈম নিমু, মাহমুদ জামান খান, কাজী শরিফুল ইসলাম, ইসহাক খান মুকুট প্রমুখ ।জনাব ছাইফুল হুদা ছিদ্দিকী সভাপতির বক্তব্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাকিব, মোঃ আরিফ ইয়াসির, জাওয়াদ আফনান,জাওয়াদ আরিফ, ফাহিম, রাইদ, রাহিন প্রমুখ
Make sure you enter the(*)required information