"প্রিয় চুনতি " an online forum of the Chunatian by the auspices of www.chunati.com has taken a great initiative to deliver gifts/reliefs to the distressed people from Arakan at the Bangladesh territory. Volunteers are working relentlessly at the residence of Mr. Muhammad Ismail Manik and Deputy Bari of Roomghata,Shukur Ali Munsef Lane, Dewanbazar, Ctg since 8 September 2017 to make the program into a success. The team is expected to reach at the end of the victims on 15 September. Chunatians around the globe are contributing wholeheartedly in raising a huge amount to meet the requirements ( gift worth BDT more than a million), no doubt an outstanding efforts by the Chunatians ever. আরাকান উদ্বাস্তু / শরণার্থীদের মানবিক সাহায্য হিসেবে " প্রিয় চুনতি " তথা সর্বস্তরের চুনতিবাসী, চুনতি সমিতি ঢাকা, সকল ক্লাব সমুহ, ব্যক্তিগত ও নাম প্রকাশে অনিচ্ছুক দাতাগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ অবগত করা যাচ্ছে যে, আমাদের প্রধান সমন্বয়ক ইসমাঈল মানিক ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ এবং উনার বাসভবনে ধারাবাহিক মিটিং এ পর্যালোচনা করে নিম্মোক্ত উপকরণাদি বিতরণ করার কার্যক্রম এগিয়ে চলছে : # উম্মুক্ত আকাশে মাথা গোঁজা ও বিছানাসমেত " সিনথেটিক তাবু" # খাবার পানি সংরক্ষণ ও বহুবিধ ব্যবহার্য " ২৫ লিটার ধারণক্ষম প্লাস্টিক বালতি " # প্লাস্টিক মগ # প্লাস্টিক বদনা # নতুন ক্রীত লুঙ্গি # নতুন ক্রীত থামি # শিশুদের জন্য নতুন ক্রীত জামা # লাইফবয় / ডেটল সাবান # শুকনো খাবার বিশেষত চিড়া, পাউরুটি, বিস্কুট # চিনি # লবণ # বোতলজাত মিনারেল ওয়াটার এছাড়া সংগৃহিত পুরোণো কাপড় যাচাই -বাচাই শেষে শুধুমাত্র ব্যবহার উপযোগী গুলো মহিলা, পুরুষ বয়সভেদে বন্টন করা হবে। উপরোক্ত দ্রব্যগুলো স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রকৃত ( যারা এখনো তালিকাভুক্ত নয়) শরণার্থী প্রতি পরিবার হিসেবে সম্ভাব্য ১০০০ ( এক হাজার) পরিবারকে বিতরণ করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এ কার্যক্রম এর কৃতিত্ব ও দাবীদার " প্রিয় চুনতি" র তথা আপামর চুনতিবাসীর যাদের অনবদ্য এক প্লাটফরম www.chunati.com Courtesy: Mr. Zahed Rahman's FB Page
THANKS TO EVERYBODY FOR ORGANISING A HUGE AMOUNT TO HELP RUHINGYA.MAY ALLAH KEEP US WELL TILL THE JOURNEY.AMEEN.
Make sure you enter the(*)required information