সামাজিক উন্নয়ন ও শিক্ষা সহায়তার ধারাবাহিক প্রয়াস হিসেবে চুনতি সমিতি ঢাকা সম্প্রতি ঘোষণা করেছে ২০২৫ সালের শিক্ষা বৃত্তি কার্যক্রম। এই বৃত্তির উদ্দেশ্য হলো মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন টিকিয়ে রাখতে সহায়তা প্রদান, যাতে তারা নিজের ভবিষ্যৎ নির্মাণে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে।
এই বৃত্তি শুধুমাত্র চুনতির স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য, যারা বর্তমানে নিম্নোক্ত শিক্ষা স্তরে অধ্যয়নরত:
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান (অষ্টম শ্রেণি থেকে শুরু), সরকারি কলেজ (এইচএসসি স্তর), পাবলিক বিশ্ববিদ্যালয় (অনার্স/স্নাতক স্তর)। আবেদনকারীদেরকে www.csd.chunati.com লিংকে গিয়ে নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ জুন ২০২৫।
বৃত্তির ধরণ ও প্রযোজ্যতা:
বৃত্তির ধরণ প্রযোজ্য শ্রেণি/স্তর
মেধা ও অর্থনৈতিক প্রয়োজন : নবম শ্রেণি থেকে অনার্স/স্নাতক ১ম বর্ষ পর্যন্ত
যাকাতভিত্তিক সহায়তা অষ্টম শ্রেণি থেকে অনার্স ৪র্থ বর্ষ পর্যন্ত
প্রতিটি বৃত্তি এককালীন এবং শিক্ষাসংক্রান্ত খরচ যেমন স্কুল/টিউশন ফি, বই, ইউনিফর্ম ইত্যাদির জন্য প্রযোজ্য হবে। প্রতিটি আবেদন শুধুমাত্র একটি শ্রেণিতে বিবেচিত হবে, যা বৃত্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: বৃত্তি প্রাপ্তি ও নির্বাচনের সমস্ত সিদ্ধান্ত চুনতি সমিতি ঢাকা-র একক বিবেচনায় নির্ধারিত হবে এবং তা চূড়ান্ত। কোনো অভিযোগ বা আপত্তি গ্রহণযোগ্য নয়।
সুপারিশ, ব্যক্তিগত অনুরোধ বা প্রভাব খাটানোর চেষ্টা করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
যোগ্যতার মানদণ্ড:
১. আবেদনকারীকে অবশ্যই চুনতির স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বৃত্তি শুধুমাত্র শিক্ষা খাতে ব্যবহারের জন্য প্রযোজ্য।
৩. বিজ্ঞান ও কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. একাডেমিক ধারাবাহিকতা থাকা আবশ্যক; কোনো বিরতি থাকলে আবেদন বাতিল হবে।
৫. সর্বশেষ পরীক্ষায় গড় নম্বর ৭০% বা তার বেশি থাকতে হবে।
৬. পূর্ববর্তী বৃত্তিপ্রাপ্তদের নতুন রেজাল্টসহ পুনরায় আবেদন করতে হবে।
৭. আবেদন শুধুমাত্র নির্ধারিত অনলাইন ফর্ম মারফতই গ্রহণযোগ্য।
চুনতির শিক্ষার্থীদের উন্নয়ন ও সম্ভাবনার পথে এগিয়ে নিতে এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ। যোগ্য প্রার্থীদেরকে এখনই আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।
যোগাযোগ:
চুনতি সমিতি ঢাকা
www.csd.chunati.com
Make sure you enter the(*)required information