চুনতির গর্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, চুনতি ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে এই মাদ্রাসা উত্তরোত্তর সাফল্য গাঁথা রচিত হবে ইনশাআল্লাহ।
প্রবীণ এই শিক্ষাবিদ তার দীর্ঘ শিক্ষকতা জীবনে ১৯৭৬ সালে চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে জয়েন করেছিলেন, পরবরতীতে ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় গাজীপুরের ডীন পদে এবং ১৯৯৬ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে সহযোগী অধ্যাপক কর্মরত ছিলেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে উপচার্য ও উপ-উপচার্য হিসাবে ২০ বছর দায়িত্ব পালন করেন। তাছাড়া ইসলামী ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব ছিলেন ১২ বছর, বর্তমানে ইসলামী ব্যাংকের শরীআাহ সুপারভাইজারি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ইসলামী ব্যক্তিত্বকে চুনতি ডট কমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Make sure you enter the(*)required information