'স্বাস্থ্যই সম্পদ' - এই মূলমন্ত্রকে সামনে রেখে, চুনতি ডট কম সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করেছে ১০ কিলোমিটার ব্যাপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা - 'চুনতি ডট কম ম্যারাথন ২০২২'।দৌড়ানো স্বাস্থ্যের জন্য খুব উপকারী। হাঁটা এবং দৌড়ানো শুধু রক্তচাপই নিয়ন্ত্রণ করে তা নয়, এটি ধমনীর বাইরের স্তরগুলির শক্ত হওয়া এড়ায়, যা হার্ট এট্যাক ও স্ট্রোক রোধ করে। দৌড়ানো ক্যান্সার প্রতিরোধ করে, ভাল ঘুম হতে সহায়তা করে, পা ও পিঠের মাংসপেশিকে দৃঢ় করে, ওজন কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও দৌড়ানো মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং হতাশা কমায়। আপনি নিজে দৌড়ান ও অন্যকে দৌড়াতে উৎসাহিত করুন।চুনতি ডট কম ম্যারাথন ২০২২Chunati.com Marathon 2022 (১০ কি.মি.)তারিখ: ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবারসময়: সকাল ৭:০০ টাস্থান: ইসহাক মিয়া সড়ক, চুনতিআনজুমান মাঠ থেকে দৌড় শুরু হবে, ইসহাক মিয়া সড়ক বরাবর ১০ কি.মি. দৌড়িয়ে আনজুমান মাঠেই দৌড় শেষ হবে।# অংশগ্রহণকারীদের বয়সসীমা : ১৫~৬০ বছর#ড্রেস কোড: টিশার্ট, ট্রাউজার ও জুতা (স্যান্ডেল ব্যবহার নিষেধ)# প্রথম ১০জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।# ম্যারাথনে অংশগ্রহণকারী সকলকে ইভেন্টের নামখচিত টিশার্ট ও মেডেল প্রদান করা হবে।#রেজিস্ট্রেশন ফি: মাত্র ৪০০ টাকা#রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২২* স্থানের স্বল্পতা ও সীমাবদ্ধতার কারণে কোটা সম্পূর্ণ হয়ে গেলে আর কোনো প্রতিযোগীকে অন্তর্ভুক্ত করা হবেনা । তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন *রেজিস্ট্রেশনের জন্য নিচের লিংক ক্লিক করে ফর্ম পূরণ করুন: http://chunati.com/registration/marathon.aspxরেজিস্ট্রেশন শুরু করার আগে ৪০০ টাকা নিচের নম্বরে বিকাশ করে, ট্রাঞ্জেকশন নম্বরটা লিখে রাখুন। ফর্ম পূরণ করার সময় এই বিকাশ ট্রাঞ্জেকশন নম্বরটা লিখতে হবে।BKash No: 01777633069 (Choose "Send Money” Option)# রেজিস্ট্রেশন ফর্মে টিশার্ট এর মাপ দেয়া আছে। সতর্কতার সাথে আপনার শরীরের মাপের টিশার্ট এর সাইজ নির্বাচন করুন। যে কোন ধরণের তথ্য ও সহায়তা দরকার হলে নিচে দেয়া নম্বরগুলোতে যোগাযোগ করুন: +880 1313-412646( Call & Whatsapp )+880 1819-383870( Call & Whatsapp )+880 1878-757562( Call & Whatsapp )+65 90252498( Whatsapp )Email: chunati.com@gmail.com## সতর্কতা: শারীরিক ভাবে অসুস্থ বা স্বাস্থ্যগত ঝুঁকি সম্পন্ন ব্যক্তিকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো যাচ্ছে। ## চুনতি ডট কম ম্যারাথন ২০২২' একটা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, এটা কোন বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছেনা#
Make sure you enter the(*)required information