প্রিয় চুনতীর উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বশেষ কর্মসূচি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান গত ৬ই নভেম্বর ঠেকনাফ গুমধুম ৩নং শরণার্থী ক্যাম্পে সম্পন্ন হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর সহযোগিতায় মোট ১২০০ জন রোহিঙ্গা শরণার্থীকে কম্বল বিতরণ করা হয়। ১২০০ পিছ কম্বল প্রথমে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়, পরে সেনাবাহীনি ১২০০ জনের একটা লিস্ট তৈরি করে শরণার্থীদের মাঝে বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল অনার্স- মাস্টার্স মাদ্রাসার প্রিন্সিপ্যাল জনাব হাফিজুল হক নিঝামি, প্রিয় চুনতীর সদস্য এ ডি এম আব্দুল বাসেত দুলাল(অবঃ এডিশনাল সেক্রেটারি) , কাজি আরিফুল ইসলাম, এ বি এম কফিল উদ্দিন, মুছিহুল আজিম খান সিদ্দিকি, শাহাদত খান সিদ্দিকি, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক জনাব মৌলানা রিদুয়ানুল হক নিঝামি, জনাব মৌলানা ফারুক হোসাইন প্রমুখ।
Make sure you enter the(*)required information