বিশ্ব বরণ্য অলিকুল শিরোমনি, আশেকে রাসূল, মুজাদ্দিদে মাহফিলে সীরাতুন্নবী (সঃ) হযরত শাহ মৌলানা হাফেজ আহমদ (রাঃ) (আঃ) শাহ সাহেব কেবলা চুনতীর ৩৫ তম ইছালে সওয়াব মাহফিল গত কাল ১৩/১১/২০১৭ ইং রোজ সোমবার ফজরের নামাযের পরে শাহ সাহেব হুজুরের অন্যতম খাদেম মৌলানা কাজী নাসিরুদ্দিন সাহেবের নেতৃত্বে খতমে কোরআন,খতমে বুখারীর এবং জিয়ারতের মাধ্যমে মাহফিলের প্রথম অধিবেশন শুরু হয়। জোহরের নামাযের পরে চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মৌলানা রিদুয়ানুল হক নিজামীর মাধ্যমে মিলাদ, কিয়াম এবং প্রধান মুহাদ্দিস জনাব শাহ আলম সাহেব হুজুরের খতমে কোরআন এবং খতমে বুখারির মুনাজাত এবং তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিলের ১ম অধিবেশনের কার্যক্রম শেষ হয়। আছরের নামাযের পর চুনতী মাদ্রাসার আরবি প্ররভাষক মৌলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় কোরআন তিলাওয়াত এবং হামদ, নাত এবং আলহাজ্ব কাজী নাসিরুদ্দিন সাহেবের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে মাহফিলের ২য় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। মাহফিলে হযরত শাহ সাহেব কেবলার জীবনী, কেরামত,আদর্শ ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত মাহফিলে আলোচনা করেন জনাব মাহমুদুল হুক চৌধুরী, ড. আহসান সাইয়্যেদ (ভাইস চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়), এবং আরও অনেকে। মাহফিলের শেষ অধিবেশনে শাহ সাহেব কেবলার খাদেম আলহাজ্ব কাজী নাসিরুদ্দিন সাহেবের সমাপনী বক্তব্য, মুনাজাত এবং তাবরুক বিতরণের মাধ্যমে ৩৫ তম ইছালে ছওয়াব মাহফিলে কার্যক্রম শেষ হয়।
Make sure you enter the(*)required information