Login Sign Up Forgot Password
Chunati.com
  • Home
  • Chunati Barta
  • Who's Where
  • Blood Bank
  • Writer's Column
  • Priyo Chunati
Latest Update
  • অবিনশ্বর জয়নুল
  • আত্মভাবনা - ৩০
  • চুনতি ব্লাড ব্যাংকের অবকাঠামো উন্নয়নে মুসলিম রিসার্চ সেন্টার
  • আশেকে রসূল (স.) মুজাদ্দেদে মাহফিলে সিরাতুন্নবী (স.) হযরত শাহ মাওলানা হাফেজ আহমেদ (রহ.)
  • দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো মুসলিম রিসার্চ সেন্টার
  • প্রযুক্তিগত অর্থনীতিতে পেশাগত সম্ভাবনা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
  • চুনতির দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিল সালমা আদিল ফাউন্ডেশন
  • প্রযুক্তিগত অর্থনীতিতে পেশাগত সম্ভাবনা শীর্ষক ওয়েবিনার
  • সুখে দুঃখে ফেইসবুকেসবুজের খোঁজে প্রিয় চুনতিতে
  • Siratunnabi (SM)
  • Forum
  • Illustrious Person
  • Events & Happening
  • Message Board
  • Cultural Song
  • Send Your Profile
  • Photo Album
  • Video Channel
 

Priyo Chunati


Skip Navigation Links.
Expand WritersWriters
Saiful Islam
Date: 01/05/2017 00:48:09

(((সচেতনতা মুলক পোষ্ট)))
গরমের সময় রসালো তরমুজের কোন বিকল্প নেই… বিজ্ঞানীরা সম্প্রতি গবেষণায় বের করেছেন, এই তরমুজই হল প্রাকৃতিক ভায়াগ্রা…
কিন্তু আমাদের কপাল সত্যি খারাপ… বাজারে যে তরমুজ পাওয়া যায় তার বেশিরভাগই ক্ষতিকর… ভোরবেলা তমুজের ভেতর সিরিঞ্জে করে ক্ষতিকর এরিথ্রোসিন বি ও স্যাকারিন পুশ করে লাল ও মিষ্টি বানিয়ে সেই তরমুজ রাস্তাঘাটে বিক্রি করা হয়!

সবচেয়ে পুষ্টিকর খাদ্য হল দুধ… কিন্তু এখানেও ভেজাল।
প্রথমে শ্যাম্পুর সাথে খানিকটা ছানা পানি মিশিয়ে তৈরি করা হয় ফেনা। এরপর এতে গুঁড়ো দুধ, সয়াবিন, চিনিসহ আরও কিছু রাসায়নিক যোগ করা হয়। আর এই জিনিসটিই বাজারে বিক্রি করা হয় তরল দুধ হিসেবে। এই দুধ গরম করলে যাতে ফেনা হয় সেজন্য মেশানো হয় আরেক ধরনের কেমিকেল। মেশিনেও ভেজাল ধরা পরে না।

মুরগীর মাংশ বিশেষ করে ভুনা, ফ্রাই, রোস্ট বা গ্রিল আমাদের সবারই প্রিয়... কিন্তু এসব মুরগীকে কি খাওয়ানো হয়?
আগে মুরগির প্রোটিন খাবার হিসেবে বিদেশ থেকে আমদানি করা হত মিট এবং বোন মিল। আর এখন?
ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাত করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে। প্রক্রিয়াজাত করার পর যে বিষাক্ত বর্জ্যগুলো বের হয়, সেগুলোই কম মুল্যে বিক্রি করে তৈরি করা হয় মাছ ও মুরগির প্রোটিন খাদ্য! নামীদামী অনেক পোল্ট্রি খামারই এগুলো খাদ্য হিসেবে ব্যবহার করে।
এরফলে শুধু মুরগির মাংশেই নয়, ডিমেও এখন বিষাক্ত ক্রোমিয়াম ও শিশা পাওয়া যাচ্ছে। আর হোটেলে সাপ্লাই করা রোগে মরা মুরগির গ্রিল এর কথা আর নাই বা বললাম... এজন্য আমার যেকজন বন্ধু প্রাণী চিকিৎসক আছে, তারা কখনই পোল্ট্রি মুরগি খায় না।
চিনি দেওয়া সাবান পানির ভেতর সেভলন দিয়ে ঝাজ এনে তৈরি হচ্ছে নকল কোক... সেটা আবার পুরাতন ব্যবহৃত বোতলে ভরে নতুন সিল মেরে অনেক দোকানে বিক্রিও হচ্ছে।

বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কসমেটিকসগুলো এখন তৈরি হচ্ছে ঢাকার চকবাজারে..... ল্যাকমি, ইউনিলিভার থেকে শুরু করে দেশি বিদেশি সকল কসমেটিকসের হুবুহু নকল সব... এমনকি এসব নকল প্রোডাক্ট দোকানদাররাও চিনতে পারেনা... অনেক নামীদামী দোকানেও তা আসল হিসেবে বিক্রি হচ্ছে... আর এতে বাড়ছে ত্বকের ক্ষতির পাশাপাশি নানারকম চর্ম রোগ... এমনকি স্কিন ক্যান্সারও!

সামনেই আসছে মধু মাস… আম, জাম, কলা, আনারস ও অন্যান্য ফল দিয়ে বাজার ভরে যাবে… কিন্তু এই ফলগুলোর বেশিরভাগই পাকানো হয় বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড দিয়ে!

টোস্টসহ বেকারি সামগ্রি তৈরি করা হয় বিষাক্ত সাইক্লোমেট দিয়ে। বিভিন্ন শিশুখাদ্য, চকোলেট কিংবা ক্যান্ডিতে মেশানো হচ্ছে ক্ষতিকর রঙ ও ট্যালকম পাউডার। দই তৈরি হচ্ছে টিস্যু পেপার দিয়ে।

বেশি দামে বিক্রি করার জন্য মোটা চাল মেশিনে চিকন করে ইউরিয়া মিশিয়ে সাদা করা হচ্ছে। মুড়িতেও ইউরিয়া মিশিয়ে বিক্রি হচ্ছে অহরহ।
নামীদামী সকল কোম্পানি বিভিন্ন জুস তৈরিতে ব্যবহার করছে মিস্টি কুমড়া, পানি, রঙ আর নানা রকম কেমিক্যাল... এরপর বিভিন্ন ফলের কৃত্রিম ফ্লেভার যোগ করে বাজারে ছাড়ছে।
মাছ ফল সংরক্ষণ করতে ব্যবহার হচ্ছে ক্ষতিকর ফরমালিন। বরফ পানিতে ফরমালিন মিশিয়ে মাছ হিমায়িত করা হচ্ছে। ফলে কিট দিয়ে পরিক্ষা করেও তাতে ফরমালিন ধরা পড়ছে না।

আগে আসল চেরি ফল পাওয়া যেত। আর এখন করমচা ফল ক্ষতিকর রঙ লাল রঙ মিশ্রিত চিনি পানির ভেতর ডুবিয়ে রেখে সেটাকে চেরি ফল হিসেবে বিক্রি হচ্ছে।
রাস্তাঘাটের ধারে যেসব ভাজাপোড়া দোকান আছে, তারা কোনদিন কড়াইয়ের তেল পাল্টায় না… বিষাক্ত পোড়া তেলের মধ্যেই আবার নতুন তেল যোগ করে ভাজাপোড়া জিনিস বানায়… অনেক জায়গায় তো পোড়া মোবিল দিয়ে ভাজা হয় চানাচুরসহ বিভিন্ন খাবার…

সারাদেশেই এই অবস্থা... জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরীক্ষাগারে পাঠানো বিভিন্ন ভোগপণ্যের নমুনা পরীক্ষা করে ৭০ ভাগই ভেজাল পাওয়া গেছে।
এগুলো খেয়েও যে বেঁচে আছি আমরা, সেটাই একটি বিস্ময়!! সৃষ্টিকর্তা সত্যি যে আছেন, সেটা আমাদের দেশে থেকেই কেবল বুঝা যায়।
অবস্থা এমন যে স্লো পয়জনে গণহত্যার জন্য যেন সবাই নতুন নতুন পদ্ধতি আবিস্কারে ব্যস্ত…
এটি দুর্নীতির চেয়েও ভয়াবহ, খুন ডাকাতির চেয়েও মারাত্মক... অথচ এই বিষয়গুলো কখনোই সিরিয়াসলি দেখা হয় না। মিডিয়াতে আসলে হয়তো কিছুদিন একশন চলে, কিন্তু কয়দিন পর আবার একই কাহিনী।

★এখন উপায় একটাই, এর বিরুদ্ধে স্পেশাল ও স্থায়ী টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান ও মনিটরিং করতে হবে... আর শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড... কারন যারা খাদ্যে বিষ মেশায়, তারা খুনি... তবে খুন করে ধীরে ধীরে... হার্ট এটাক, ক্যান্সার, স্ট্রোক নামক অস্ত্র দিয়ে।
আমরাই মনে হয় একমাত্র জাতি যারা বেঁচে থাকার জন্য প্রতিদিন খাদ্য নয়, বিষ খাই... এখনই যদি এগুলো না বন্ধ করা হয়, খুব বেশিদিন আর নেই, সমগ্র জাতি হঠাৎ করে একদিন পঙ্গু জাতিতে পরিনত হবে।


Dr. Faruq
Date: 01/05/2017 05:54:47

Nike funder Phil Knight's \"Shoe Dog\" Memoir\n\nPhil Knight delves into his past in this memoir and gives us a never-before-seen look at what it was like to bring Nike to where it is today. These were five surprising insights from the book.\n\n\"The cowards never started,and the weak died along the way -- that leaves us.\"\n\nThat fitting quote comes from the recently released memoir Shoe Dog by Nike founder Phil Knight,as he presents the anguish and accomplishments,highs and lows,and surprising twists that led to the behemoth empire Nike has become. From this tale of Knight's and Nike's early days,here are five takeaways that give surprising insight into Nike's current position and future prospects.

Mohammad Rahim
Date: 01/05/2017 05:56:34

Thanks Dr Niaz Ahmed Khan for valuable news

Dr. Faruq
Date: 01/05/2017 06:04:31

"নিজের পায়ে জোর না থাকলে সেই রাস্তা কোনোদিন দৌড়ে শেষ করা যায়না।"

খুব আশা নিয়ে মিলিয়নিয়ার বাপের অফিসে গিয়েছিলেন একটা পার্ট টাইম চাকরির জন্য। বাপ ছেলেকে তাঁর প্রতিষ্ঠানে চাকুরি দিতে সরাসরি প্রত্যাখান করেন। আশাহত হয়ে ছেলেটি সাত মাইল দূরে এক পত্রিকা অফিসে কাজ নেয়। পিতা তাকে তাঁর গাড়িতো দেন নি বরং একটা বাইসাইকেলও কিনে দেননি।

তাই সাত মাইল পথ তাকে দৌড়ে অথবা হেঁটে পত্রিকা অফিসে যেতে হতো। ছেঁড়া জুতো পরে স্কুলে যেতো বলে বন্ধু বান্ধবরা হাসি-তামাশা করতো। তাই, একদিন বাপকে না বলে বাপের জুতো পরে স্কুলে গেলে পিতা খুব মনক্ষুণ্ন হন। বলেছিলেন, আগামী ক্রিসমাসের আগে কোনো জুতো কিনে দেয়া যাবেনা।
হাইস্কুল পাশের পর ছেলে পিতাকে অনুরোধ করলো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার করার জন্য সুপারিশ করতে। একটা ভালো ডোনেশন বিশ্ববিদ্যালয়ে দিলে ভর্তি সহজ হয়। যে পিতা নিজের জুতো পরে স্কুলে যাওয়ায় বকা দেন সেই পিতা ডোনেশন দিয়ে ছেলেকে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন? এখানে প্রত্যাখাত হয়ে ছেলেটি একটা লোকাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।

পাশ করে পেশাগত দিক দিয়ে ভালো সুবিধা করতে না পেরে সেনাবাহিনীর একেবারে রিজার্ভ সৈনিক হিসাবে যোগ দেন। সেখানে কাটে সাত বছর। সেনাবাহিনীতে থাকা অবস্থায় আবারো ভর্তির প্রস্তুতি নেন এবং নিজের যোগ্যতার বদৌলতে অবশেষে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

তারপর শুরু হয় ইতিহাস। বিজনেস পাইওনিয়ার হিসাবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে পৃথিবীর ১৫তম ধনী ব্যক্তি এবং ২৪.৪ বিলিয়ন ডলারের মালিক। যে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে বাপের সুপারিশ পাননি সেই স্টানফোর্ডেই ডোনেশন করেছেন ৭০৫ মিলিয়ন ডলার।
একদিন ছেড়াজুতো পরে স্কুলে যাওয়ায় হাসিতামাশা আর বাপের বকুনি খাওয়া সেই ছেলেটি আজকের দুনিয়ার বিখ্যাত জুতো কোম্পানি নাইকির মালিক-
ফিল নাইট । ফিল নাইট বলেন, সব সাফল্যের জন্য তিনি বাপের কাছে ঋণী। সেদিন শুধু চেহারা দেখে নিজের পুত্র হিসাবে স্বজনপ্রীতি করে বাপের অফিসে চাকুরি দিলে, যোগ্যতা না থাকা সত্ত্বেও স্টানফোর্ডে ভর্তির জন্য সুপারিশ করলে, আর বিলাসী জীবনের প্রলোভনে জড়িয়ে পড়লে এই পজিশনে কোনোদিনও আসতে পারতাম না।
বাপ শিখিয়েছিলেন যার যতটুকু যোগ্যতা, তার ততটুকুই প্রাপ্য। যোগ্যতার বাইরে বেশী কিছু প্রত্যাশা করা হলো আত্মপ্রবন্চনা।

ফিল নাইট বলেন, "ছেঁড়া জুতো পায়ে সাতমাইল পথ দৌড়াতে দৌড়াতে যতবারই হোঁচট খেয়েছি ঠিক ততবারই নিজের ভিতর সাফল্যের অনুপ্রেরণা খুঁজে পেয়েছি। জুতো ঠিক যেভাবে ছিঁড়েছিলো সেই ছেঁড়া অংশটুকুর আদলেই নাইকির লগো বানিয়েছি যা অনেকটা দেখতে গ্রিক বিজয়ী দেবতার সিম্বল নাইকের ডানার মতো। জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়, এমনকি একটা ছেঁড়া জুতোও হতে পারে সাফল্যের এক বিশাল অনুপ্রেরণা। রাস্তা যতই সুন্দর হোক কিন্তু নিজের পায়ে জোর না থাকলে সেই রাস্তা কোনোদিন দৌড়ে শেষ করে যায়না"।


Asad Khan
Date: 01/05/2017 06:22:57

Earth
KHURRAM Bhai- wonderful. We are destroying ourselves with our self grandeur, conceits n false pride. May Allah SWT protect us from megalomaniac savages.


Dr. Faruq
Date: 01/05/2017 06:25:15

Aameen! Let's be kind to others on this earth.

Huda (Borhan, Edmonton)
Date: 01/05/2017 06:29:23

Ameen

Hafeez
Date: 01/05/2017 14:21:13

I prefer to work quietly...but am not surprised that Prof Niaz Ahmed Khan,my distinguished brother and colleague decided to break the silence on this rather special event. Thank you,Dr Khan! My hearfelt thanks also to Asad,Masud,Dr Abu,Borhan,Saiful,Dr Faruq,Ashique,Tasu and Rahim for your kind words and wishes. All praises are for Allah the Exalted in power and might,the Knower of all things,the Bestower of all things,the Lord and Master of the Universe. Let us raise our hands in supplication to him to strengthen the good work this community is doing and seek his protection and guidance to all of us. Warm regards to all of you. Hafeez

Huda (Borhan, Edmonton)
Date: 01/05/2017 14:33:25

Ameen...

Mosharrof Hossain
Date: 01/05/2017 14:33:37

আমিন

Ahmedf
Date: 01/05/2017 20:34:06

Aameen

Mohammad Rahim
Date: 01/05/2017 23:24:24

Thanks Dr Jafeez Bai

Mohammad Taslim
Date: 01/05/2017 23:40:59

Ameen

Dr. Md Abdul Mazid Osmani
Date: 02/05/2017 05:23:51

Ameen

M. Azam
Date: 02/05/2017 08:45:04

It’s a matter of great honor for all the inhabitants of Chunati for Hafeez Bhai to be attaining such a top position of a prestigious international organization such as IGC. We are really so proud of Hafeez Bhai and are very happy to see that,the right person is in the right place. We hope that,IGC Bangladesh will perform as one of the best of the 14 IGC countries under the gigantic leadership of Hafeez Bhai as a country representative of IGC for Bangladesh which will be a model to be followed by the other 13 IGC countries Insha Allah.

Huda (Borhan, Edmonton)
Date: 02/05/2017 09:28:12

InshaAllah

Imam Byhaki
Date: 02/05/2017 09:29:03

In-sha-Allah

Mohammad Rahim
Date: 03/05/2017 05:54:05

We are very much proud Hafeez bai

Dr. Faruq
Date: 03/05/2017 06:05:10

Thanks Asim bhai for sharing my favourite Mufti Menk's talk on how to deal with depression from Islamic piont of view. It's a must watch YouTube video.

Dr. Faruq
Date: 03/05/2017 06:28:57

The above video is a most popular supplication made by Mufti Ismail Menk. One must not miss it. It helps us know the how a Muslim should ask Allah's forgiveness and pray to Him to save us from the torment of hellfire.

A.D,M Abdul Baset
Date: 03/05/2017 07:27:17

DISAPPEARENCE( GHOOM)
As I have mentioned earlier that humour is the life blood of chunati still nobody tends to infuse it though the name of the forum is Priyo chunati. Ghom has become an integral part of our livelihood. Some are eloped with white dressed people, some by hostile people or opponents of rival political party. No body has marked that goom is also existent in this forum also. Some of my friends have uncommon intelligence or rather charismatic power of making others disappear. After a pretty long time one familiar joined started writing(I joined his campaign from my department when he competed for cultural secretary in varsity). One of my learned friend(his batchmate) accosted him with over enthuiasm( toi keman achish anek din para dekha etc). That veteran man who made some statements earlier disappeared like anything as in local words( pit bade pat dekha no jai foan giyagoi). One very reknowned and dignified friend who used to write frequently rather prevalent disappeared in the wake of somebodys holdind a placard like manab bandhan. No trace of him is visible for long inspite of imploring. I would have been disappeared much earlier had not because of other bondage/ relation. I implore rather beseech somebody( not my seniors, juniors and other than friends) not to pour out spontaneous overflow of emotions if somebody emerges in the horizon, let him flourish or chhose the path in his own way. We are running short of peers, likeminded beings in our friend circle.
Salam to all ADMABASET DULAL


A.D,M Abdul Baset
Date: 03/05/2017 07:30:14

HOLDING CHOOSE

Dr. Faruq
Date: 03/05/2017 07:44:11

দুলাল ভাই । oblique reference না দিয়ে আরেকটু খোলাসা করে (directly) বললে আমাদের বুঝতে সুবিধে হয়।

A.D,M Abdul Baset
Date: 03/05/2017 11:07:33

Thakur gare key, ami kala khaini. Assalamu alaikum Faroque bhai,how are you? I hope you are pulling on well. To a good man whether dead or alive no evil can happen. As a matter of fact Faroque my a sense of realisation dawned upon me that some of our very close comarades are vanishing away after short existance, It seemed to me that there is a Burmoda Triangle the contact of which make our familiar people disappear like musafirkhana. I Thought it imperative to trace out the cause and chalked out an imaginary figure and plce it as an scapegoat, yhis is just like groping in darkness, This is analogical deduction which you call Qiyas. We have to put up here no alternative choice. I have never dreamt to hint out at you, You are a touchstone brother the contact of a sage like you make people healthy ,wealthy and wise let alone vanished into cosmic entity. Many many thanks for remembrance and casting immaculate Nazar.

A.D,M Abdul Baset
Date: 03/05/2017 11:10:49

FAROQUE BHAI IN PLACE OF FAROQUE MY PLACE THIS

Dr. Faruq
Date: 03/05/2017 17:34:18

Are we prepared for our eternal life after death? A well thought nasiha or advice to ponder upon,given my Mufti Ismail Menk.

Mosharrof Hossain
Date: 03/05/2017 18:33:01

Faruk bhai...Salam and thanks for sharing of Mufti Menk nasiha.

What I find very special about him.....
he is very particular in selecting content of his speech....all the contemporary issues that bothered us most

Simplicity of deliberation

A fantastic motivational speaker


Dr. Faruq
Date: 03/05/2017 19:25:47

Thank you Asim bhai. You are right. His all lectures are just excellent!

Asheque
Date: 04/05/2017 09:46:50

Clear pronouncing English for non English speaker listeners. Masha Allah.

Sayed Hossain
Date: 04/05/2017 14:53:52

চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা ২০১৭ ফলাফল:
A+ 06 জন
A 47 জন
A - 11 জন
B 01 জন
পাশের হার ৯২.৮৬


Saiful Huda Siddiquee
Date: 04/05/2017 14:56:19

Assalamu Alaikum..

SSC result of Chunati High School.

Total examinee- 168.
GPA- 5.00( A+)-- 18 ( All from Science)
total passed- 166
Failed - 2
percentage of passed : 98.81%
Group wise result
Science ::
total Examinee-31
All passed.
GPA-5# 18 students
Business Studies ::
Total examinee: 91
All passed.
Humanities::
Total examinee- 46
passed-44
Failed-2
( Message collect from Dr: Sharif)


Saiful Huda Siddiquee
Date: 04/05/2017 15:09:13

এসএসসি ও দাখিল পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন,ও ফুলেল শুভেচ্ছা । লক্ষ অর্জনই তোমাদের মূল প্রত্যয় ।সবার জন্য অফুরন্ত দোয়া,ভালবাসা ও শুভকামনা । ছাইফুল হুদা ছিদ্দিকী

Shahel Kibria
Date: 04/05/2017 15:11:02

আগামী পথচলায় সাফল্যের ধারা অবিরত থাকুক।

Dr. Faruq
Date: 04/05/2017 17:20:15

My heartiest congratulations to all students on their success. Wish them all the very best in their future undertakings.

Lutfur Tushar
Date: 04/05/2017 17:40:14

Result at a glance (All Educational Institutions of Chunati)

Chunati Hakimia Kamil Madrasah
Total Examinee:70
Passed :63
Failed :7
GPA5:6
percentage of pass:92.86

Chunati High School
Total Examinee:168
Passed :166
Failed:2
GPA5:18(All from Science)
percentage of Pass:98.81%

Chunati Fatima Batul Women Fazil Madrasah
Total Examinee:75
Passed :38
Failed:37
GPA5:00


Asad Khan
Date: 04/05/2017 18:06:33

Re date tree
Only when it is dedicated to humanity, a project of this immense proportion can come up. This is something which stands out in Islam as compared to other faiths. Islam not only requires to do good deeds but also shows the way how to do it. We don't give away billions to Charity but try to reach it to the affected people.


Rabiul Hasan Ashique
Date: 04/05/2017 19:34:34

Congratulations to those who scaled with excellence

Amin Ullah Tareq
Date: 04/05/2017 20:02:45

কৃতকার্য হওয়া সবাইকে অভিনন্দন।এগিয়ে যাও আলোর পথে।সুন্দর হোক তোমাদের পথ চলা। তবে খুব দু:খ পেলাম চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসার ফলাফল দেখে।

Shahel Kibria
Date: 04/05/2017 20:45:11

ইনশাআল্লাহ আগামিতে ভাল করবে,তবে চেস্টা চালিয়ে গেলে ভাল হয়।আমার মনে হয় গনিত বিষয়ে সৃজনশীল এবারে প্রথম বার।তারা হয়তো ভালকরে বুঝে উঠতে পারেনি।আমার মনে হয় বেশি করে মেইন বই পড়া দরকার। বাজারের বই না পড়ে বোর্ড বইগুলো লাইন ধরে ধরে পড়লে যে কোন ধরনের প্রশ্নের উত্তর দেয়া যায়।টিচার,স্টুডেন্ট উভয়ের স্টাডির কোন বিকল্প নাই।

Major General Mia Mohammad Zainul Abedin
Date: 04/05/2017 21:09:36

Congratulations to the students who passed,their proud parents,teachers and all well wishers. You have yet a long way to go and our best wishes and prayers will follow you all the time. For those who couldn't get through,please try hard next time. World doesn't end here. Our best wishes are there for you as well.

A.D,M Abdul Baset
Date: 04/05/2017 21:50:29

Hearty congrats to those who have crossed the first significant ladder of institutions. Life is a sumtotal of sucess and failure. Please keep it in mind failure can be made pillar of succrss by dint of perseverence and hard work. The example of Robert Bruce is very much pertinent here.Those who lag behind success will smile upon you if you work properly in the days to come. Chunati Fatema Batul Madrasa has cut a very sory figure. Concerned authority may conduct a probe and offer solution on the basis of its result. True one swallow does not make a summer but it is unacceptable on the part of an institution to tarnish the image of a noted village without conspicuous reason'

Hafeez
Date: 05/05/2017 00:37:55

Heartiest congratulations to all who passed the SSC and Dakhil exams. I was gratified to see the spectacular results of Science group students of CHS and others who made the top GPA echelons,but equally disappointed by the large failure of our girls of the Mohila Madrasah. I hope the authorities will take steps to remedy this imbalance between boys and girls in educational outcomes. The other concerns of course,for the entire nation are the high drop out rate of girls in secondary education and most importantly,the quality of our education at all levels. I applaud all those of you who are trying in your own ways to address these concerns. Salaam. hafeez

Hafeez
Date: 05/05/2017 01:09:40

My brother Minhaz,as you know I communicate sparingly in this circuit. Clearly I have been remiss in not 'thanking you' for your affectionate message following David Cameron's visit last week. Well here it is: I was very touched by your words and noticed that you even took the trouble of finding out about IGC. But of course you would say good things about me! Cheers

Saiful Huda Siddiquee
Date: 05/05/2017 10:19:48

Today 05-05-2017 published at Dainik Azadi.

Rabiul Hasan Ashique
Date: 05/05/2017 16:44:53

দুজন কৃতি শিক্ষার্থীর গল্প:
তুখোড় মেধাবী দুজন কৃতি শিক্ষার্থী (সঙ্গত কারনে নাম গোপন রাখা হলো) চুনতি হাই স্কুল থেকে এবারের এস এস সি পরিক্ষায় সাইয়েন্স থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরা দুজনেই অত্যন্ত সুবিধাবঞ্চিত ও নিতান্তই হতদরিদ্র পরিবারের সন্তান।

মেয়েটির বাবা দিনের অধিকাংশ সময় জুড়ে নেশায় আশক্ত হয়ে থাকে। ওর মা মানুষের ঘরে দিনমজুরের কাজ করে।

আর ছেলেটা এতিম, বাবা নেই, অসহায় হতদরিদ্র মা এঘরে ওঘরে ঝিয়ের কাজ করে ছেলের খরচ যোগানোর চেষ্টায় দিনাতিপাত করেন।

আমরা এতো কথা কিভাবে জানতে পারলাম?
এর উত্তর হলো- এই অদম্য মেধাবী দুজনই চুনতি সমিতি ঢাকার শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত কৃতি শিক্ষার্থী।

বিগত তিন বছর ধরে এই দুজনকে চুনতি সমিতি ঢাকা'র পক্ষ থেকে সর্বমোট ৪২,০০০ টাকা সমমূল্যের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

এমনও সময় গেছে যে, মেয়েটি বৃত্তি বাবত বিভিন্ন সময়ে প্রাপ্ত অর্থ তার বাবার কাছে গোপনীয় রাখার চেষ্টায় উদ্বিগ্ন থাকতো। নিজের জন্মদাতা পিতার ব্যপারে কখনো আবার অভিযোগ করতনা আমাদের কাছে। পরে আমরাও স্বপ্রণোদিত হয়ে খবর নিতে গিয়ে জানতে পারি যে ওর বাবা একজন নেশাসক্ত বিপথগামী মানুষ যিনি নিজের সংসারের কোন খবরাখবর রাখেননা। তারপর থেকেই চুনতি হাই স্কুলের শিক্ষকবৃন্দ এবং আমরা সবাই মিলে বিগত তিন বছরকাল সময়কাল ধরে ওর বৃত্তির টাকা পাওয়ার খবর জানতে দেইনি ওর বাবাকে।

গতকাল মেয়েটিকে আমি কংগ্রেচুলেট করার জন্য ফোন করেছি, খুশিতে সে কাঁদছিলো। ওর বাবাও নাকি খুবই খুশি। মেয়েটি বলছিলো সে চট্টগ্রাম শহরের ভালো কোনো কলেজে ভর্তি হয়ে হোস্টেলে থেকে সাইয়েন্স নিয়ে পড়াশুনা করতে আগ্রহী। আমিও ওকে অভয় আর সাহস দিয়ে বলে ফেললাম "তুমি ভালো কোন কলেজে চান্স পেয়ে গেলে অনেকেই তোমার পাশে এসে দাঁড়াবে....."

ছেলেটারও এমন করুন একটা গল্প আছে, যা আমি আরেকদিনের জন্য রেখে দিলাম .....

উপরের আলোচনায় আমি যদিও "গল্প" শব্দটি ব্যবহার করেছি, এগুলো কিন্তু বাস্তব সত্য ঘটনা। ওরা দুজনেই চুনতির, যে কারণে আমি ওদের নাম উল্লেখ করতে পারলামনা।

গত তিন বছরে চুনতি সমিতি ঢাকা এমন দরীদ্র অসহায় ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৪ লক্ষাধিক টাকা শিক্ষা সহায়তা হিসেবে বিতরণ করেছে। এবং এই সমুদয় অর্থের যোগান এসেছে শুধুমাত্র চুনতিবাসীর তরফ থেকে, যারা এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে অবদান নিজের সাধ্যমতো অবদান রেখে একেকজন
শুভাকাংখী ও শুভানুধ্যায়ী হয়ে পাশে এসে দাঁড়িয়েছেন চুনতি সমিতি ঢাকার, বাড়িয়ে দিয়েছেন উনাদের সহায়তার হাতখানি।

পরিশেষে দোয়া করি এই অদম্য মেধাবীরা এগিয়ে যাক, আপনার আমার সন্তানদের মতো ওরাও সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখার সাহস পাক।

পরিশেষে প্রফেসর ডঃ আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের সুরেই বলি """মানুষ তাঁর স্বপ্নের সমান বড়ো """"

ওরা বড়ো হোক, ওরা ওদের স্বপ্নের সমান বড়ো হউক ...

সবাইকে সালাম,

আশিক


Rabiul Hasan Ashique
Date: 05/05/2017 16:57:52

চুনতিরই দুজন কৃতি শিক্ষার্থীর গল্প:
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
তুখোড় মেধাবী দুজন কৃতি শিক্ষার্থী (সঙ্গত কারনে নাম গোপন রাখতে হলো) চুনতি হাই স্কুল থেকে এবারের এস এস সি পরিক্ষায় সাইয়েন্স বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এরা দুজনেই অত্যন্ত সুবিধাবঞ্চিত ও নিতান্তই হতদরিদ্র পরিবারের সন্তান।

মেয়েটির বাবা দিনের অধিকাংশ সময় জুড়েই নেশায় আশক্ত হয়ে থাকেন। ওর মা মানুষের ঘরে দিনমজুরের কাজ করেন।

আর এ প্লাস পাওয়া অপর ছেলেটা এতিম, বাবা নেই, অসহায় হতদরিদ্র মা এঘরে ওঘরে ঝিয়ের কাজ করে ছেলের খরচ যোগানোর প্রাণান্ত চেষ্টায় দিনাতিপাত করেন।

আমরা এতো কথা কিভাবে জানতে পারলাম?

এর উত্তর হলো- এই অদম্য মেধাবী দুজনই চুনতি সমিতি ঢাকার শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত কৃতি শিক্ষার্থী।

বিগত তিন বছর ধরে এই দুজনকে চুনতি সমিতি ঢাকা'র পক্ষ থেকে সর্বমোট ৪২,০০০ টাকা সমমূল্যের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

এমনও সময় গেছে যে, মেয়েটি বৃত্তি বাবত বিভিন্ন সময়ে প্রাপ্ত অর্থ তার বাবার কাছে গোপনীয় রাখার চেষ্টায় উদ্বিগ্ন থাকতো। নিজের জন্মদাতা পিতার ব্যপারে কখনো আবার অভিযোগ করতনা আমাদের কাছে। পরে আমরাও স্বপ্রণোদিত হয়ে খবর নিতে গিয়ে জানতে পারি যে ওর বাবা একজন নেশাসক্ত বিপথগামী মানুষ যিনি কিনা নিজের সংসারের কোন খবরাখবর রাখেননা। তারপর থেকে আমরা সবাই মিলে বিগত তিন বছরকাল সময়কাল ধরে ওর বৃত্তির টাকা পাওয়ার খবর গোপণ রেখেছি, জানতে দেইনি ওর বাবাকে।

গতকাল মেয়েটিকে আমি কংগ্রেচুলেট করার জন্য ফোন করেছি, খুশিতে সে কাঁদছিলো। ভালো রেজাল্টের খবরে ওর বাবাও নাকি খুবই খুশি । মেয়েটি বলছিলো সে চট্টগ্রাম শহরের ভালো কোনো কলেজে ভর্তি হয়ে হোস্টেলে থেকে সাইয়েন্স নিয়ে পড়াশুনা করতে আগ্রহী। আমিও ওকে অভয় আর সাহস দিয়ে বলে ফেললাম "তুমি ভালো কোন কলেজে চান্স পেয়ে গেলে অনেকেই তোমার পাশে এসে দাঁড়াবে বলে আমি বিশ্বের করি "

ছেলেটারও এমন করুন একটা গল্প আছে, যা আমি আরেকদিনের জন্য রেখে দিলাম .....

উপরের আলোচনায় আমি যদিও "গল্প" শব্দটি ব্যবহার করেছি, এগুলো কিন্তু আসলে গল্প নয়, বাস্তব সত্য ঘটনা। ওরা দুজনেই চুনতির, যে কারণে আমি ওদের নাম এখানে উল্লেখ করতে পারিনি।

গত তিন বছরে চুনতি সমিতি ঢাকা এমন দরীদ্র অসহায় ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৪ লক্ষাধিক টাকা শিক্ষা সহায়তা হিসেবে বিতরণ করেছে। এবং এই সমুদয় অর্থের যোগান এসেছে শুধুমাত্র চুনতিবাসীর তরফ থেকে, যারা এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিজের সাধ্যমতো অবদান রেখে একেকজন
শুভাকাংখী ও শুভানুধ্যায়ী হয়ে পাশে এসে দাঁড়িয়েছেন চুনতি সমিতি ঢাকার, বাড়িয়ে দিয়েছেন উনাদের সহায়তার হাতখানি।

উল্লেখ্য চুনতি সমিতির বৃত্তিপ্রাপ্তরা কেউ কেউ এখন দেশের শ্রেষ্ঠতম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে।

পরিশেষে দোয়া করি এই অদম্য মেধাবীরা এগিয়ে যাক, আপনার আমার সন্তানদের মতো ওরাও সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখার সাহস পাক।

পরিশেষে প্রফেসর ডঃ আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের সুরেই বলি """মানুষ তাঁর স্বপ্নের সমান বড়ো """"

ওরা বড়ো হোক, ওরা ওদের স্বপ্নের সমান বড়ো হউক ...

সবাইকে সালাম,

আশিক


Dr. Faruq
Date: 05/05/2017 17:50:01

আশিক। তুমি এক অসাধারণ লিখিয়ে। চোখের পানি সংবরণ করতে পারিনি বাস্তব গল্পটি পড়ার পর। বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানাই এই দুজন মেধার বিকাশে অবদান রাখার জন্য । ফুল দুটো যেন অকালে ঝরে না পড়ে।

Masud Khan
Date: 05/05/2017 18:21:27

Alhamdulillah.. what a moving story and a drama in real life. The small step that Chunati Samity has taken has become a giant leap for the two brilliant students. Hats off to them. I am struggling to find words to express my feelings at this moment. This is what inspires us to do more and more for the needy and downtrodden. Alhamdulillah we will surely stand beside all those brilliant students who aspire to reach the clouds but do not have the means. Thank you Ashik for the relentless work you are doing along with others in Chunati Samity.

Rabiul Hasan Ashique
Date: 05/05/2017 19:29:04

পরম শ্রদ্ধেয় মাসুদ ভাই এবং ফারুক ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই দুজন অনন্য মানুষ আমাদের বৃত্তি কার্যক্রমে যে অপরিসীম সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তার কোন তুলনা হয়না। আমরা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ।

আমি একটি বাস্তব ঘটনা এখানে তুলে ধরেছি মাত্র। এমন অনেক ছোট ছোট ঘটনার পরিক্রমায় এগিয়ে চলেছে ওদের জীবন।

চুনতি স্কুল ও চুনতি মাদ্রাসা থেকে যারা এবারে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন, তাদের অনেকেই চুনতি সমিতি ঢাকার বৃত্তি প্রাপ্ত হয়ে আসছেন সেই ক্লাস এইট থেকেই।

চুনতি একটি অনন্য গ্রাম, চুনতির মানুষগুলোও অনন্য এবং মহান। এমন এমন সব মানবিক গুণাবলী সম্পন্ন মহানুভব মানুষ এখানে রয়েছেন, যাদের হাতগুলো মানবতার ডাকে সাড়া দেয়, অসহায়ের সহায় হয়, আর্তের আর্তনাদে পাশে এসে দাঁড়ায়, শক্তি দিয়ে, সাহস দিয়ে মুছে দেয় ভাগ্যবিতাড়িতের চোখের অশ্রু।

যাদের কথা আমি লিখেছি, এদের সংখ্যা অনেক বেশি কিন্তু নয়। হয়তো বা বিশ/ত্রিশ কিংবা চল্লিশ। ওদের চোখ ভরা স্বপ্ন, কিন্তু বুকটা অনিশ্চয়তার দোলাচলে আতঙ্কগ্রস্ত। কারন আর্থিক অনটনের তীব্রতা ওদের স্বপ্নগুলোকে টেনে ধরে পেছনে থেকে। তবে হ্যাঁ, ওদেরকে স্বপ্ন দেখাতে খুব বেশি টাকার দরকার হয়না। যে স্নেহময়ী মা টি উনার সন্তানের ফর্ম ফিলআপ কিংবা বোর্ড রেজিস্ট্রেশনের ফী বাবত টাকা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে বন্ধক রাখেন উনার বিয়ের সময়ে পাওয়া কানের দুল জোড়া, উনার প্রয়োজনটা কিন্তু মাত্র তিন কিংবা চার হাজার টাকার, দশ কিংবা বিশ হাজার টাকার নয়।

মানুষ দরীদ্র হয়ে জন্মায়না, অবস্থার পারিপার্শ্বিকতায় কেউ কেউ সুবিধাবঞ্চিত হয়ে পড়ে। কিন্তু দিনশেষে আমরা সবাই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠতম জীব।


যে কৃতিদের সফলতায় আজকে আমরা মুগ্ধ হয়েছি/হচ্ছি, ওদের হাত ধরেই গড়ে উঠবে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ, এই কামনা ...


সবাইকে সালাম,
আশিক


Shahel Kibria
Date: 05/05/2017 19:44:32

অনেক ধন্যবাদ আশিক।রোসাইংগা ঘোনা,আমাদের হিন্দু পাড়ায় ও কিছু স্টুডেন্ট আছে।একটু সহযোগীতা পেলে ওদের ও স্বপ্ন সফল হতে পারে।

Major General Mia Mohammad Zainul Abedin
Date: 05/05/2017 19:59:03

I am also equally moved by hearing the story. This is indeed a glowing example of resolution, hard work and resilience. Despite adversities, the girl and the boy scaled the heights and achieved success. I am confident, with little inspiration and assistance these young buds will bloom to the fullest and achieve greater feats in future.

Thanks to Chunati Samity to assist them in the struggle. Great job done. Let all of us do our part and stand beside them.


Waseqa Ayesha
Date: 05/05/2017 20:03:43

Highly inspiring activities of Chunoti Samity, to say the least.
May Allah accept good deeds from you and from us. Best Rgds, waseqa


M. Azam
Date: 05/05/2017 20:39:26

Hafeez Bhai thank you so much for your glowing and encouraging remarks. I can only say I was humbled and overwhelmed by your ever affectionate words. Regards

M. Azam
Date: 05/05/2017 21:09:07

Thank you Bhagina Ashique for sharing the heart-rending story of a bright student but from a destitute and poverty-stricken family. I extend all my credit to the Chunati Samity Dhaka (CSD) for identifying the really underprivileged students. I hope this good work will continue by CSD in the days ahead with a plan to include more such students of underprivileged and poverty-stricken families of the greater Chunati.

Mohammad Rahim
Date: 06/05/2017 05:49:16

আশিক অনেক ধন্যবাদ।

Abu Muna
Date: 06/05/2017 07:58:19

কপি, শাইখ Abdullah Al Kafi

সব্জি বিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞেস করল,
ক্রেতা: আপেলের কেজি কত?
বিক্রেতা: ১০ রিয়াল।
ক্রেতা: কলা?
বিক্রেতা: ৮ রিয়াল
ক্রেতা: কমলা?
বিক্রেতা: ৬ রিয়াল।
ক্রেতা-বিক্রেতা দামাদামী চলছে এমন সময় জনৈক বয়স্ক মহিলা দোকানে ঢুকেই জিজ্ঞেস করল,
মহিলা: আপেলের কেজি কত?
বিক্রেতা: ৩ রিয়াল।
মহিলা: কলা?
বিক্রেতা: ২ রিয়াল
মহিলা: কমলা?
বিক্রেতা: ২ রিয়াল।
মহিলাটি বলল, এগুলো ১ কেজি করে আমাকে দিন।
ওদিকে পুরুষ ক্রেতাটি তো হতবাক। চোখ রাঙিয়ে দোকানদারকে কিছু বলতে যাবে, এমন সময় সে চোখের ইশারা দিয়ে বলল, একটু অপেক্ষা করুন।
মহিলাটি দাম চুকিয়ে দোকান থেকে বিদায় নেয়ার পর দোকানদার বলল,
ভাই! আমার উপর খারাপ ধারণা করবেন না। আমাকে অস‍‌ৎ ও ধোকাবাজ মনে করবেন না। আল্লাহর কসম আমি আপনাকে প্রতারণা করতে চাইনি।
এই মহিলাটি কয়েকজন 'ইয়াতীম' বাচ্চার মাতা। আমি জানি তারা অভাবী পরিবার। ঐ ইয়াতীমগুলোর জন্য আমি মহিলাটিকে বিভিন্নভাবে সহায়তার কথা বলেছি। কিন্তু মহিলাটি তা প্রত্যাখ্যান করেছে। সে চায় তার সন্তানরা যেন কারো গলগ্রহ না হয়। কারো কাছে হাত বাড়াতে না হয়।
তাই তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ভেবে-চিন্তে আমি এই পন্থা অবলম্বন করেছি। যেন বুঝতে পারে যে, সে কারো মুখাপেক্ষী নয়।
এর মাধ্যমে আমি আমার রবের সাথে ব্যবসা করতে চেয়েছি। সামান্য কিছু হলেও এই অভাবী মহিলা এবং তার ইয়াতীমগুলোর খেদমত করতে চেয়েছি। আমার আমল নামায় কিছু ছোয়াব যেন আল্লাহ লিখে দেন।
আল্লাহর কসম, সপ্তাহে সে মাত্র ১বার আসে। আর যেদিন সে আমার নিকট থেকে ক্রয় করে নিয়ে যায়... সেদিন আমার প্রচুর ব্যবসা হয়। অনেক লাভবান হই। কিভাবে যে আমার কাছে রিযিক আসে আমি অনুভব করতে পারি না।
ঘটনা শুনে পুরুষ ক্রেতাটির চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। দোকানদারের মাথায় চুম্বন করে বলল, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন।


Nabil@New Zealand
Date: 06/05/2017 08:38:08

আশিক চাচা, মাসুদ চাচা সহ চুনতী সমিতির সবাইকে অভিনন্দন আপনাদের দুর্দান্ত প্রচেষ্টার জন্য। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। সকল সফল পরিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও অভিনন্দন। সামনে আরো ভাল করার জন্য দোয়া রইল।

আগে আমি কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে বললে- অনেক খুশি হতাম। এখন আর আগের মত হই না। বরং, একটু সহানুভতি হয়। আহারে, বাচ্চাগুলোকে মা বাবা কত কষ্ট দিয়েছে না জানি। খেলার সময়টাতে জোর করে কোচিং-করতে পাঠিয়ে দিয়েছে। পড়তে না চাইলে মারধর করেছে। এত কষ্টের পরে ফল প্রকাশের আনন্দের দিনটা আনন্দেই কাটুক।

আর যারা একেবারেই অকৃতকার্য হয়েছ, তাদের জন্যও অনেক দোয়া ও ভালবাসা। তোমাদের জন্য সামনে আরো ভাল করার জন্য দোয়া। খুব উপলব্ধি করি, তোমাদের জন্য দুইটা ভাল কথা বলা লোকের খুব অভাব।

স্কুল-কলেজ- ভার্সিটির অনেক পুরানো অভ্যাস। জুনিয়র দেখলেই তুই তোকারি শুরু হয়ে যায়। তুই করেই বলি। তাতে অন্তরে ঘনিষ্টতা বাড়ে..
একাডেমিক পড়ার গুরুত্ব কখনই ফেলনা নয়, কিন্তু সবার একাডেমিক হতে হবে, সবার এ প্লাস পেতে হবে- কথা নেই। যারা এ প্লাস পাসনি, তোদের অন্য কিছুতে এ প্লাস পাওয়ার যোগ্যতা আছে। যেটা অন্যদের নেই। তোর মধ্যে নিশ্চয়ই অন্য স্কিল আছে। Know yourself- এটাই আসল কথা।

কিছু মানুষ তোর দুই-তিন ঘন্টার পরীক্ষা নিয়ে সবকিছু একটা সার্টিফিকেটে এনে কয়েকটা গ্রেড বসিয়ে দিল। ওদের সাধ্য নেই তোর ক্ষমতাকে একটা সার্টিফিকেটে লিখে দেওয়ার। তুই হয়ত সামাজিকতায় দুর্দান্ত, তুই না খেললে হয়ত স্কুল টিমটা হেরেও যেত ইন্টার স্কুল টুর্নামেন্টে। তুই না থাকলে মসজিদটা ভর্তি ভর্তি লাগেনা। তুই না থাকলে হয়ত বাসার লোকগুলোর অনেক কষ্ট হয়ে যেত। তোর এসব কাজের সার্টিফিকেট দিবে কার সাধ্যি?

পাশের বাসার ছেলেটা না হয় আজকে একটু মিষ্টি বিতরণ করল। সে মিষ্টি তোর বাসাতেও আসল। কি হয়েছে তাতে? সামনের ফ্ল্যাটের মেয়েটা হয়ত আর তোর দিকে তাকাবে না। তাতে তোর বয়েই গেছে। সমাজের নিষ্ঠুর লোকগুলো তোর প্রতি আরো নিষ্ঠুর হবে। বাঁকা বাঁকা কথা বলবে, পিছনে ঠাট্টা মশকরা করবে। তাতে কি দুনিয়া শেষ হয়ে যাবে? মুরব্বী সম্প্রদায়, আংকেল সমাজ, তোর শিক্ষক – সবাই কপাল চাপড়াবে তোর ভবিষ্যতের কথা ভেবে। তোকে ভালবাসে বলেই তো বকা দেয়। কপাল চাপড়াতে দেয়, সময়ে তুইও দেখায় দিবি তোর সামর্থ্যের জোর। এবার না হয় লাকটা সাথে ছিল না।

দুইটা কথায় গলায় দড়ি দিতে হলে- দুনিয়া জয় করবে কে? তোর বন্ধুরা দুইদিন পর ইঞ্জিনিয়ারিং পড়বে, ডাক্তারি পড়বে। তোর জন্য তো দরজা বন্ধ হয়ে যায়নি! প্রবল বিক্রমে ফিরে আসার পথ খোলা থাকছে।
আল্লাহর দেয়া দুনিয়া অনেক বড়। ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলে কি দুনিয়া শেষ হয়ে গেল? Failure is the pillar of success- ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ। তথাকথিত শিক্ষাব্যবস্থা তোকে খালি শিখিয়ে গেল কেমনে তোতা পাখির মত মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে আসতে হয়। জীবনে কোথায় কাজে লাগাতে হয় তা শেখাল না।

আরে ব্যাটা। পাশ-ফেলের চেয়ে জীবন অনেক বড়।
এরপরো গলায় দড়ি দিতে ইচ্ছে করলে, বাড়ির ছাদ বা ব্রীজ থেকে লাফ দিতে ইচ্ছে করলে- ইচ্ছে সাধনের আগে আমাকে একটা কল দিস। আর না হয় ফেবুতে একটা মেসেজ দিস।
কেউ চাকরি না দিলে কি হয়েছে? ট্যাক্সি চালাবি। চানাচুর বেচবি। হালাল রিজিকই বড় কথা। কেউ তোর সাথে না থাকলেও আমি থাকব। কথা দিলাম।
** উইকেন্ডে তাড়াহুড়োয় দু কলম লেখা। পনের বছর আগে SSC রেজাল্ট আউটের দিনটা হঠাৎ মনে পড়ে গেল।


Saiful Huda Siddiquee
Date: 06/05/2017 10:10:31

Please read this and take note. Let this not happen to you.. This could be a common mistake in any household.This shocking accident happend. A housewife died due to burns sustained in the kitchen. Her husband too was hospitalized for injuries due to burns while trying to rescue his wife.
How it happened:
The gas was on and cooking in progress.
The lady observed one cockroach near the sink and grabbed Spray bottle of insect killer and sprayed it near the gas, which was on.
There was an explosion and in no time the poor woman was covered in flames, sustaining 65% burns. Her husband rushed in, tried to put out the flames and his clothes too caught fire. The husband is still in hospital, in the burns ward, still unaware that his wife was declared dead on arrival.
Let us understand: - All insect killer sprays such as
"Hit", "Mortein" etc. have highly volatile and inflammable solvents.
The atomized nano spray particles spread very rapidly and one spark is enough to ignite this explosive mixture with oxygen present in air.
Please educate your family & Friends about this and spread the word around....
Don't Keep this msg. in your inbox. Please share...
who knows you may save more than a life. "Collected"


A.D,M Abdul Baset
Date: 06/05/2017 12:19:51

Chunati Samity Dhaka again charmed us like many times.The melodramatic episode of two brilliant marginal students of chunati actually kept us spell-bound for a while. It has added a new feather of fame to chunati samiti. Chunati Samitis laudable endeavour, resilience of marginal peoples like the prople of coastal belts.stern realities of life everything is depicted in the canvas in picturesque details, side by side it highlights exellence by contrast judging the facilities enjoyed by our highly privileged offsprings. We would be highly obliged if CSD involves us in their noble activities in upcoming days. We the insignificant chunatians are eager to be the glorious partner of CSD with other dignified members with our limited resources.

Dr. Zafrin Chowdhury Ema
Date: 06/05/2017 18:41:38

its a great inspirational true story.Thanx to Ashique.

Month Wise Archive
  • November 201560
  • December 201528
  • January 201636
  • February 201658
  • March 2016113
  • April 2016180
  • May 2016215
  • June 2016387
  • July 20161333
  • August 20161417
  • September 2016374
  • October 2016505
  • November 2016465
  • December 2016390
  • January 2017819
  • February 2017642
  • March 2017586
  • April 2017463
  • May 2017389
  • June 2017425
  • July 2017741
  • August 2017773
  • September 20171023
  • October 2017768
  • November 2017611

Important Link

  • Chunati At a Glance
  • History
  • Condolences
  • Career Corner

Important Link

  • Educational Institutions
  • Clubs
  • Chunati Samity Dhaka
  • Khan Foundation

Other Links

  • Founder
  • Volunteers
  • Feedback
  • Terms of Use

Contact Center

 Contact No: +8801730322486, +8801713255615,+6590252498(S'pore)
 Email: chunati.com@gmail.com

Copyright © 2006 www.chunati.com .All rights reserved.