অভিঘাতক্লিষ্ট তারকাটি সুদীর্ঘকাল স্বকীয়তায় প্রোজ্জ্বল ছিল অন্যান্য ঝরে পড়া দীপ্ত তারকার মত পতনোন্মুখ থাকা সত্ত্বে ও তার অনুভূতির অনু পরমানু নিয়ে স্রষ্টার ইচ্ছাকে অনুর্বতন করেছিল এই কক্ষচ্যুতি ঢেকে দিয়েছে সমস্ত জনপদকে অমনিশার চাদরে। নক্ষত্রটি নিখুঁতভাবে অনুসরন করেছিল তার পুর্বসুরীর কক্ষপথকে তারা ব্যাঞ্জনাদীপ্ত উপস্থিতি অর্নিবচনীয় আলোর সঞ্চার করেছিলো আধ্যাত্ব সাধনা ও মানবতাবাদের শিল্পির মোহনা ছিলো তার সযত্নরচিত দর্শনের বুনিয়াদ কঠোর আধ্যাত্ব সাধনা নিংড়ে দিতে পারেনি তার মানবতার সোমরসকে। সন্ত্রাস হানাহানি নৈরাজ্য মুল্যবোধের অবক্ষয় ক্ষয়িঞ্চু মানবিকতায় মূল্যবোধের অভিঘাত যান্ত্রিক যন্ত্রনায় অন্তঃসারশুন্যতায় তিনি ছিলেন বিমলিন জাগতিক অবক্ষয় ও আনবিক অনিশ্চয়তার উদ্বেগাকুল প্রেক্ষাপটে তিনি ছিলেন ওয়েসিসের মতো প্রশান্ত। ধর্মান্ধতার নিগড় তার ধর্মবোধকে আষ্টেপৃষ্টে বাঁধতে পারেনি মানবিক মূল্যবোধের প্রতিভু হিসেবে তিনি ছিলেন প্রমিতিয়ুসের মত মুক্ত তার কক্ষচ্যুতি কি তবে আবাহন হবে এই বিরান জনপদে দ্বিতীয় আগমন বা আধ্যাত্বিক পুর্নজাগরনের ।
Make sure you enter the(*)required information