এই শহরটা আমার না,,ওই যে দিগন্ত ঘেষে সবুজ গ্রামটা দেখতেপাচ্ছ?ওইটাই আমার,,, যেখানে কবিরা কবিতারসুর খুজে পাই, ভুলে যায় বাড়ি ফেরারকথা,যেখানে মানুষ মানুষকেভালবাসে,যেখানে ভ্রান্ত পথিকের মনেঅনুশোচনা জাগে,,যেখানে পৃথিবীর শ্রেষ্ঠমানুষ গুলো ঘুমিয়ে থাকে,,,যেখানেআজানের সুরে সুরে পাখি ডাকে,,যেখানেঘুমপাড়ানি গানে শিশু ঘুমিয়েপড়ে,যেখানে রাখালের বাশিতে মন ভরেওঠে, যেখানে পুকুরজলে জোসনা ভাসেশাপলা ফুলের সাথে, যেখানে বৃষ্টি শেষেরোদ হেসে যায় পদ্ম-পাতার মাঝে, যেখানেদেখতে পাবে "ইসসাইল্লামা খালার" শান্তচোখের মায়া, ষেখানে দু:খের সমানভাগাভাগি; সবার সুখে হাসা, যেখানেদুষ্টুছেলেরা থমকে দাড়ায় অামবাগানেএসে, যেখানে বৃষ্টি এসে গল্প জুড়ায়ক্লান্তি-বেলা শেষে, যেখানে ভাবুকশিশু মুগ্ধ হয়ে অাকাশদেখে,যেখানে বড় বড় ঞানীদের আগমনঘটে, যেখানে সকাল শুরু হয় মায়ের সুমিষ্টসুরের কোরান তিলাওয়াত দিয়ে,যেখানেচাইনিজ থেকে শুরু করে বাগদাদীরাপর্যন্ত শিহ্মা নিতে আসে, যেখানে ভুলেযাই দু:খেরসংঞা,,যেখানে খুজে পাই জীবনেরসার্থকতা,,,, আসল কথা হল_চুনতির হয়ে জন্মাতে কপাল লাগে।।।
Make sure you enter the(*)required information