কবিতা লিখতে গেলে যে পরিমিত বোধ,নিখুঁত দূরদর্শিতা,অনুপম নৈবাদ্যের সমন্বয় এর ফাঁকে ফাঁকে কারুকাজের জরি গুজে দিতে হয় তা কেবল একজন অরণ্যচারী সন্ন্যাসীই পারেন- তিনি কবি। বিপরীতে একজন ভাঁড় কেবল মৃদু নাড়া দিতে পারে ভরা মাচানে। অথচ ত্যাদড় বলেই দুঃসাহসে ভর করি আরবার। ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| এবঙ শুধু তিনিই একজনা! >>>>>>>>>>>>কবিতা-১ [][][][][][][][][] অথচ কি সহজ অনায়াসে চলে গেলেন ঘোরানো সম্পর্কের তিনি'! তাঁর কারুকার্যময় ডানা- স্বপ্নের মতো চোখ! কুহেকাফের নীলপরী রুপ! ২. অত:পর- পেছনে রেখে গেলেন তাঁর অর্থ্য স্বর্গীয় অপ্সরীয় খুশবো এবঙ এক অর্ভ অর্চক! কারণ, কেবল তিনিই একজনা!! ........................................................................... পুরানো অপরাধ এবঙ পাপের ক্ষমা চাও- কবিতা-২ [][][][][][][][][][][][][] অত:পর সব কিছু জেনে ফেলেছি অপকর্মের আদ্যোপান্ত বাক্যের কারুকার্য, ফরাসী সৌরভ রহস্য! শঠের ষোল কলা-সিল্কী রুমাল আনকোরা মনের ভাঁজ ভেংগেছো সবুজ দিগন্তে ছড়িযেছো বৈষয়িকতা! ২. বিমানের জানালায় চোখ রেখে হাজারো ফিট নীচে তুমি কি দেখতে পাবে ইরানী কার্পেটের নিপুণ সুক্ষতা! ৩. অনেক হয়েছে মীরাবাঈ,এবার তোমার সর্বনাশী নুপুর থামাও! ওসব ব্ল্যাক আর্ট' সর্প বিদ্যা ছেড়ে নতজানু হয়ে নি:শর্ত ক্ষমা চাও। ...............................................................
Make sure you enter the(*)required information