কণা এবঙ আমি।>>>>>>>>>>>>>> কবিতা-৩ |||||||||||||||||||||||||| অথচ তার সংকোচ যখন ভাঙ্গে তখন আমি নির্বাক আরাধ্যা! উর্বশী প্রকৃতি বেয়ে নামে সয়লাব! তখনই বদলে যায় আমার জীবন। এবঙ বদলে যেতে থাকে.... ভাঙ্গাচোরা সুখ আমার জং পড়া টিনের টাঙ্ক ভেদ করে গোলাপী প্যাডে কিশোরীর আঁচড় - ভালবাসি তোমায়, বড় বেশি ভালবাসি অত:পর কোন এক নিশিতে এক অপরিচিতা! বিদিশা নীলাভ আলোতে!কাঠগড়ায় আমি- শত সহস্র প্রশ্নের সম্মুখীন। (কেন এমনটা হলো?) ||||||||||||||||||||||||||||||||
Make sure you enter the(*)required information