মোদের সোনার বাংলাদেশে বাধ্যতামূলক শিক্ষা হয়েছেখুশির সীমাতো নাই। ছয় বৎসরের সব শিশুকে দিনে স্কুলে পাঠাই (২)(১) শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো জ্বলবে যখন লাগবে যে ভালো (২)লিখাপড়া করতে দল বেঁধে চল স্কুলেতে যাই। ঐ(২) নিরক্ষরতা একটি অভিশাপনিরক্ষর লোকের যায় না অভাব (২)নষ্ট হয়ে যায় তাদের স্বভাব, জ্ঞান বুদ্ধি হারাই। ঐ(৩) সব শিশুকে স্কুলে পাঠান দেশকে অভিশাপ থেকে বাঁচান (২) শিক্ষায় বাড়ে ইজ্জত সম্মান তুলনা যে তার নাই(৪) ভুল করেও করোনা ভুল আশেপাশে সবার আছে কত স্কুল (২)ফুটায়ে দেখেন আপনাদের ফুল অপূর্ব সুযোগ তাই।
সহযোগিতাঃ কাজী শরিফুল ইসলাম, ফাহিম সাদিক
Make sure you enter the(*)required information