কি মধুর মায়াজাল নিত্য বুনে যায় কবি, এ যে ছবি, কেবলই ছবি ...তুলিতে ভুলিতে হেরি প্রেমস্তব্ধ মুগ্ধ আমি হেমতুমি চলে গেলে হয়ে যায় পাছে সব সারাথাকুকনা এ বৃষ্টির ধারা মাতাল করা, পাগলপারা ...আমার তুলির সুক্ষ্ম আঁচড়কেন যে পেতে চায় প্রাণ,সারা দিনমান,হৃদয় আনচান।অনুভূতির মায়াবী চলনে, মনোহর বলনে, চিত্রায়িত চিত্রকলা, নিস্তব্ধ সারাবেলা।মুখর প্রতিচ্ছবি জীবনের গল্প সবিহয়না তো বলাফুরিয়ে গেল যে বেলা...
Make sure you enter the(*)required information