আঁরা রিক্সাওয়ালা আঁরা রিক্সা চালাই ফাসিন্দারে জিকা খ-য় হিক্কা আঁরা যাই দিনের কামাই দিনে শেষ উগগা পয়সা জমা নাই অসুখ বিসুক হইলে আঁরা চিততই ফরি তাই । দুই বেলা খাইতাম গেলে বহুত ফইসা লায়চা-নাস্তা খাইতাম গেলে ফইসা নকুলায় ঝরত ভিজি রইদত্ ফুয়াই খ-ত কষ্ট গরি মিন্নাত গরি রিক্সা চালাই রাস্তায় রাস্তায় ঘুরি। দুঃখের কথা খারে খইয়ম মনর মানুষ নাই দুঃখে দুঃখে জনম গেল গৈ সুখের দেখা নাই ।
Make sure you enter the(*)required information