পাহাড় ঘেরা ছায়া ঢাকা নিঝুম নিথর গ্রামপাখির ডাকে মুখরিত চুনতি তার নাম।ডাকছে কোকিল বনে বনে বন পাপিয়ার মধুর তানপাখির ডাকে সবুজ বনে উদাস করে মন।সহজ সরল লোকগুলো সব দয়ায় মায়ায় ভরা প্রাণঝগড়া বিবাদ নেইকো সেথায় সবাই আপনজন।লালটুকটুকে পাহাড় পর্বত টিলার উপর ঘরঅনেকে থাকছে সেথায় সারাজীবন ভর।পীর দরবেশ আউলিয়ারা মোদের গ্রামে ছিলেন যারাপাহাড় দেশে ঘুমিয়ে আছেন গভীর নিদ্রায় শায়িত তারা।শিক্ষা দীক্ষায় আর ধর্মীয় কাজে এই গ্রাম শীর্ষস্থানেউন্নত এই গ্রামটিকে দেশ বিদেশে সবাই চিনে।চুনতির স্বনামধন্য আল্লাহর ওলী শাহ সাহেব হাফেজ আহমদ নামআল্লাহর ধ্যানে মত্ত থাকা তাঁর ছিল প্রধান কাম।রবীউল আউয়াল মাসে যখন সীরতুন্নবীর জলসা হয়দেশ বিদেশের লাখ লোক সেথায় এসে জড়ো হয়।স্কুল কলেজ সবই আছে অভাব কিছু নাইলেখাপড়া করছে সবাই স্কুল কলেজে যায়।মেয়েদের আছে আলাদা কলেজ আলাদা মাদ্রাসাছাত্রীরা যাচ্ছে সেথায় করছে যাওয়া আসা।প্রখ্যাত এক মাদ্রাসা আছে হাকিমিয়া মাদ্রাসাএটাই মোদের নয়ন মনি মোদের আশা ভরসা।দুহাত তুলে দোয়া মাগি হে খোদা দয়াময়ভবিষ্যতে মোদের দেশের আরো যেন উন্নতি হয়।
Wonderful Lyrics!!
Make sure you enter the(*)required information