শিক্ষা সামগ্রী বিতরণ ২০২২


৫ম বারের মতো শিক্ষা সামগ্রী ( মানসম্মত ব্যাগ খাতা কলম পেন্সিল শার্পনার ও রাবার ) ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক শ্রেণির ৩০০ জন নির্বাচিত (অসচ্ছল ও নিয়মিত শিক্ষার্থী) শিক্ষার্থীদের মধ্যে বিতরণী ১৮ ফেব্রুয়ারি ২০২২ চুনতি আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি ও সমাজসেবক সরকারি মহিলা ডিগ্ৰী কলেজ এর অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব আমিন আহমদ খান ( জুনু মিয়া ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চুনতি ডটকম এর ব্যবস্থাপনায় ও শুভানুধ্যায়ীদের বদান্যতায় একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের সহযোগিতা এবং যাহেদুর রহমান এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুনতি দারুত তাহফিজ এর শিক্ষার্থী ইয়াছিন আরাফাত। সম্মিলিত জাতীয় সংগিত পরিবেশন ও কাজি আরিফুল ইসলাম এর স্বাগত বক্তব্য এবং সংক্ষিপ্ত পরিসরে শুভেচ্ছা জ্ঞাপন করেন মাসুদ হাবিব কাজল, চুনতি সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক সাজ্জাদ খান, কবি অধ্যাপক রুহুল কাদের ( রুহ রুহেল ), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক সাদাত জামান খান মারুফ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, চুনতি শাহী জামে মসজিদের খতিব ও তরিকত এ মুজাদেদ্দীয়া খলিফা মূযায অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোসাইন, আনজুমান এ তোলাবায়ে সাবেকিন সভাপতি মাওলানা মমতাজুর রহমান, সেক্রেটারি মাওলানা অলিউদ্দিন মোহাম্মদ , চুনতি সমাজ কল্যাণ পরিষদের সম্পাদক এডভোকেট মিনহাজুল আবরার প্রমুখ। মঞ্চে উপবিষ্ট ছিলেন কমরুল হুদা, সীরাতুন্নবী সঃ মাহফিল চুনতী এর মূতোয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সৈয়দ উদ্দিষ ছিদ্দিকী, সাজেদ খান, জসিম উদ্দিন কবির, আশেকুর রহমান, কাজি আবদুল ওয়াহেদ ছোহেল, জাবেদ আব্বাস ছিদ্দিকী, প্রকৌশলী সামির উদ্দিন রিপন, বশির উদ্দিন ফারুকী , রবিউল হাসান আশিক, আসমা উল্লাহ ইমরাত, চুনতি ইউপি সদস্য আল মোহতাদি, আয়কর আইনজীবী কুতুব উদ্দিন, অধ্যাপক আমির মোহাম্মদ খান, সহ আরো অনেকে।

আলহাজ্ব মোহাম্মদ নাঈম নিমু, সাদুর রহমান, শাহাদাত খান ছিদ্দিকী , মাহমুদ জামান খান , কাজি শরিফুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম এর সার্বিক তত্ত্বাবধানে চুনতি এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে এই আয়োজন সফল হয় ।

চুনতি ডটকম এডমিন প্যানেল এই মহতী উদ্যোগের সকল অনুদান দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে পরবর্তী সময়ে ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য রাখেন।

 

Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information