চুনতি লাইটহাউজ এর শুভ উদ্বোধন


বাংলাদেশে গ্রাম পর্যায়ে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হলো ডিজিটাল লাইব্রেরী "চুনতি লাইটহাউজ"। লাইটহাউজের প্রধান স্বপ্নদ্রষ্টা হলেন ইউনিলিভার কনজ্যুমারস কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ এফসিএমএ ও দি ওয়ার্ল্ড ব্যাংকের লীড গভার্ন্যান্স স্পেশালিষ্ট-ফাইন্যান্সিয়াল ম্যানেজম্যান্ট মিসেস সুরাইয়া জান্নাত খান এফসিএ।

৫ই মে, বৃহস্পতিবার বিকেল ৩ টায় মরফুয়া ও জেবুন্নেসা বেগম মহিলা এতিমখানা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।   উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাদাত জামান খান ও  চুনতি সমিতি ঢাকা'র সেক্রেটারি সাজ্জাদ খানের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন  লাইটহাউজের প্রধান পৃষ্ঠপোষক ও ইউনিলিভার কনজ্যুমারস কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ এফসিএমএ। লাইট হাউস এর আইটি কনসেপ্ট প্রজেক্টোরের মাধ্যমে উপস্থাপন করেন চুনতি ডটকমের প্রতিষ্ঠাতা ও মডারেটর কাজি শরিফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আই আই ইউ সি কন্ট্রোলার অফ এক্সামিনেশন ও  চুনতি ডটকমের এডমিন প্যানেল মেম্বার যাহেদুর রহমান। লাইটহাউজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ খান। অনুষ্ঠানে আরও গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন কনফিডেন্স গ্রুপের এমডি সাদিউল ইসলাম মুরাদ এফসিএ, সাবেক উপসচিব এডিএম আবদুল বাসেত দুলাল ও আই ইউ সি'র সাবেক প্রো ভি সি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ার কামাল এবং আই.ইউ.সি'র ট্রাস্টি বোর্ডের মেম্বার ইসমাঈল মানিক।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন দি ওয়ার্ল্ড ব্যাংকের লীড গভার্ন্যান্স স্পেশালিষ্ট-ফাইন্যান্সিয়াল ম্যানেজম্যান্ট মিসেস সুরাইয়া জান্নাত খান এফসিএ। বক্তব্যে মিসেস সুরাইয়া জান্নাত খান বলেন "শিক্ষার্থীরা লাইটহাউজে এসে তথ্য প্রযুক্তির সবধরণের সেবা গ্রহণ করতে পারবে। জ্ঞান আহরণের জন্য আমরা লাইটহাউজ প্রতিষ্ঠা করেছি। আগামীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় লাইটহাউজ তার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুকন উদ্দিন খান, ওয়াহিদুল হক অদু, হাবিব খান, চুনতির শাহ ছাহেব কেবলার সুযোগ্য দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, কশশাফুল হক শেহজাদ, কাজি আরিফুল ইসলাম, শাহজাদা তৈয়বুল হক বেদার, মুহাম্মদ নাঈম ও চুনতি লাইটহাউজের চিফ কো-অর্ডিনেটর রবিউল হাসান আশিক সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে www.chunatilighthouse.com নামক ওয়েবসাইটের অনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা করা হয়।

 

Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information