ইনশা আল্লাহ আমরা প্রথমে চুনতির শিক্ষা প্রতিষ্টান গুলোতে এক বা দুই দিনের বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্যশিক্ষা কর্মশালা দিয়ে শুরু করব।আমাদের সাথে কাজ করতে আগ্রহী ডাক্তার , চুনতীবাসী ও সেচ্ছাসেবীগণ এর নাম আমার ফেসবুক ইনবক্স অথবা চুনতিডটকমের ফোরামে জানাতে অনুরোধ করছি। প্রথমে পদক্ষেপ হিসেবে আমরা সদস্য সংগ্রহ করব তারপর একটা সভা করে পরবর্তী কার্যক্রম পরিচালিনা ও বাস্তবায়ন করা হবে।