Forum



Author Topic: মধ্যবিত্ত আজকাল (Read 351 Times)

Anwarul Hoque

  • Chunati (Bagan Para), P/O: Sukur Ali, Lohagara, Chittagon
  • 01833052324
  • anu.cnt@gmail.com
মধ্যবিত্ত আজকাল
« on: 10 May 2022 »


বৃষ্টি থেমে গেছে। সরদারের কাঁপুনি থামে নি। জ্বর কমে নি। আকাশের দিকে তাকিয়ে সে ভাবে, কেন বৃষ্টি থেমে গেল? কেন বর্ষণ অবিরাম হলো না? কেন জলধারা তাকে ভাসিয়ে নিলো না? কেন ভিটেমাটি তার তলিয়ে গেলো না?


 


 পারিবারিক ঐতিহ্যের আত্মসম্মানবোধ আর নিদারুণ বাস্তবতা দারিদ্র্যের কষাঘাতের বিপরীতমুখী মানসিক চাপে দিগভ্রান্ত সরদার নিজ নামের স্বার্থকতা খুঁজে না। খুঁজে না, স্বজনের মিষ্ট প্রতারণা  অথবা অথবা নিজেকে ঠকানোর উপযুক্ত কারণ। 


 


উপহাসে সে ভাবে, জ্বর কমে যাবে, কাঁপুনি থেমে যাবে। কোন এক অজানা ক্ষণে তার প্রাণস্পন্দনও থেমে যাবে।


 


 কোন জলধারা তাকে ভাসিয়ে না নিলেও, ভিটেমাটি তলিয়ে না দিলেও দারিদ্র্যের কষাঘাতগুলো তলিয়ে যাবে। পারিবারিক ঐতিহ্য ' মানুষকে সাহায্য করা' আর নিদারুণ বাস্তবতা 'সাহায্য নেওয়া' এই দ্বিমুখী দ্বন্দ্ব থেকে চূড়ান্ত মুক্তি পাবে।