Forum



Author Topic: মুখ ও মুখোশ (Read 332 Times)

Anwarul Hoque

  • Chunati (Bagan Para), P/O: Sukur Ali, Lohagara, Chittagon
  • 01833052324
  • anu.cnt@gmail.com
মুখ ও মুখোশ
« on: 10 May 2022 »

আমরা সহিংস না শান্তিপ্রিয়? স্বাধীনচেতা না আত্মভোলা? পৃথিবীর বহুদেশের সততা ও কর্তব্যনিষ্ঠার কথা জেনে আমরা তাদের অনুকরণ করি? তাদের ভালো গুলো চর্চা করি? নাকি কেবল প্রশংসা করি? বহুদেশ দুর্নীতি, সন্ত্রাসের করালগ্রাসে বিপর্যস্ত! আমাদের বাস্তব জীবনে সেসব উদাহরণ পরিহার করি নাকি প্রয়োগ করি?

আজ শ্রীলঙ্কার ঘটনাগুলোর, কেবল বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আমরা মন্তব্য করছি, শেয়ার করছি। চলমান ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিচ্ছি কোন অংশগুলো? বিদেশ অনুকরণের খন্ডিত অংশ কি আমাদের দৃষ্টিভঙ্গির খন্ডিত অংশ নয়? এ কি আমাদের মনোবৃত্তির গোপন প্রকাশ নয়?

আমরা সৎ নাকি শঠ? আমরা সাধু না কপট?