মরহুম সুলতান আহমেদকে ১৯২০ সালে চকরিয়া এম ই স্কুল কর্তৃপক্ষ কতৃক প্রদানকৃত প্রত্যয়ন পত্র

ওয়াহিদ আজাদ



আমার দাদা মরহুম সুলতান আহমেদ আসাম বেঙ্গল রেলওয়েতে যোগদানের পূর্বে ১৯২০ সালে কিছুদিন চকরিয়া এম ই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। দাদাকে এ প্রেক্ষিতে একই সালে কোন প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ হয়তোবা একটি প্রত্যয়ন পত্র দিয়েছিল, যার একটি খসড়া কপি আমার মা সংগ্রহে রেখেছিলেন। মরহুম মাওলানা মোহাম্মদ আবদুল হক এর প্রতি সশ্রদ্ধ সম্মান ও ভালোবাসা।

মরহুম সুলতান আহমেদকে ১৯২০ সালে চকরিয়া এম ই স্কুল কর্তৃপক্ষ কতৃক প্রদানকৃত প্রত্যয়ন পত্র

 




Comments

Leave a Replay

Make sure you enter the(*)required information