ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল(অনার্স-মাস্টার্স) মাদ্রাসার কর্মরত শিক্ষকদের নিয়ে গত ২৪ ফেব্রুয়ারী-২০১৮ ইং দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হলো। মাদ্রাসায় বর্তমানে কর্মরত ২৯ জন শিক্ষক ও পার্শ্ববর্তী ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসার ১৩ জন সহ মোট ৪২ জন শিক্ষক অত্র প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন "আঞ্জুমানে তোলাবায়ে সাবেক্বীন "- এর উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রোগ্রামে সভাপতিত্ব করেন আঞ্জুমানের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাসান রউফী। এতে উদ্বোধনী বক্তব্য পেশ করেন চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার সূযোগ্য অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। প্রশিক্ষণ কর্মশালার প্রথম অধিবেশন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন চট্টগ্রাম বি.এড. কলেজের প্রফেসর জনাব শামসুদ্দিন মুহাম্মদ শিশির। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা এনামুল হক, একই বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মাওলানা শযাআত উল্লাহ ফারুকী ও ড. মাওলানা নিজাম উদ্দীন, চট্টগ্রাম সরকারী কলেজের সাবেক প্রফেসর জনাব হামিদুল হোসাইন ছিদ্দিকী প্রমূখ। আঞ্জুমানে তোলাবায়ে সাবেক্বীনের অন্যতম সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব মাওলানা মমতাজুর রহমানের পরিচালনায় অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানের সম্মানিত সেক্রেটারী জনাব মাওলানা মুহাম্মদ ওলি উদ্দীন, মাদ্রাসা গভর্নিং বডির প্রাক্তন সেক্রেটারী জনাব আলহাজ্ব মাওলানা ওবাইদুল্লাহ, জনাব মাওলানা কফিল উদ্দীন ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাওলানা জসিম উদ্দীন প্রমূখ।
Make sure you enter the(*)required information