চুনতি ডট কম এর পক্ষ থেকে চুনতী পাবলিক লাইব্রেরীর জন্য প্রয়োজনীয় সিলিং ফ্যান গত ২৩শে অগাস্ট ২০১৮ তারিখে হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন চুনতীর কৃতি সন্তান এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি জনাব ইসমাঈল মানিক, কাজী আরিফুল ইসলাম, জাহেদুর রহমান। উনাদের হাত থেকে চুনতী পাবলিক লাইব্রেরী পক্ষে চুনতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইলিয়াস স্যার এবং পাবলিক লাইব্রেরীর তত্বাবধায়ক উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব সাহেল কিবরিয়া উক্ত জিনসপত্র গ্রহন করেন। এসময় চুনতি ডট কম এর নিয়মিত সেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী রাকিবুল ইসলাম, সাইফুদ্দীন মোহাম্মাদ মুরাদ এবং ইয়াছির। হস্তান্তর প্রোগ্রাম ছাড়াও উনারা লাইব্রেরীর সার্বিক উন্নয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
রির্পোট ঃ মুহামমদ আরিফ ইয়াসির
Make sure you enter the(*)required information