লোহাগাড়া (চট্টগ্রাম):চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়নের নাম চুনতি। পাহাড় আর সমতলবেষ্টিত এ জনপদে সম্প্রতি নির্মিত হয়েছে চুনতি ইসহাক মিয়া সড়ক। পাহাড়ি ও সমতল জনপদে আঁকাবাঁকা পথে নির্মিত সড়কটি একদিকে এলাকাবাসীর চলাচলের পথ সুগম করেছে। আগামী ২৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। চুনতি ইসহাক সড়ক পাকা হওয়ার আগে ছোট সাইজের মাটির রাস্তা ছিল। সড়কটি দিয়ে সহজেই লামা ও আলীকদম উপজেলাসহ লামার কেয়াঁজুর পাড়ার কোয়ান্টামে যাওয়া যাবে। লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। এলজিইডির বাস্তবায়নে ২০ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের ১৮ ফুট পাকা সড়কটির ইতোমধ্যে ৯ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। চুনতি শাহ সাহেব কেবলা গেইট থেকে সড়কটি শুরু হয়ে পুটিবিলার এমচরহাটের সঙ্গে সংযুক্ত হয়েছে। চুনতি ও পুটিবিলা ইউনিয়নসহ ১৬ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।
Make sure you enter the(*)required information