৪৮ তম ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স:) মাহফিলের চট্টগ্রাম রীমা কমিউনিটি সেন্টারে ২৩ তারিখ প্রস্তুতি সভাকে সামনে রেখে গত সোমবার ১৫-১০-২০১৮ ইং রাত আটটায় চট্টগ্রাম শহরে চন্দনপুরা অগ্রণী স্কুলে চুনতী তথা লোহাগাড়ার সকল ক্লাবের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চুনতী সীরাতুন্নবী (স:) মাহফিলের নির্বাহী কমিটির আহবায়ক জনাব ইসমাঈল মানিক সাহেব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতীর কৃতি সন্তান বাংলাদেশ সরকারের অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব এ ডি এম আব্দুল বাসেত দুলাল (জনপ্রসাশন মন্ত্রণালয়), উপস্থিত ছিলেন চুনতীর কৃতি সন্তান কাজী আরিফুল ইসলাম, মোহাম্মদ জাহেদুর রহমান, মোহাম্মদ নাঈম, আবু মাসুম খান, মোহাম্মদ হেলাল উদ্দীন আলমগীর, মছিহুল আজিম খান, মোহাম্মদ অলিউদ্দীন, সোহাইল কামাল, প্রমূখ। আগামী প্রস্তুতি সভাকে সামনে রেখে হায়দার আলী বাহারের সঞ্চালনায় এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উক্ত মতবিনিময় সভায় চুনতী তথা লোহাগাড়ার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ তাদের নিজ মতামতটুকু ব্যাক্ত করেন। উক্ত মতবিনিময় সভায় বক্তৃতা রাখেন চুনতীর কৃতি সন্তান জনাব এ ডি এম আব্দুল বাসেত, কাজী আরিফুল ইসলাম সহ আরো অনেকে। এবং সবশেষে অনুষ্ঠানের সভাপতি মহোদয় আগমী ৪৮ তম সীরাতুন্নবী (স:) মাহফিল এবং ২৩ তারিখ রীমা কমিউনিটি সেন্টারের প্রস্তুতি সভাকে কিভাবে সাফল্য মন্ডিত করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এবং মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন জনাব আবু মাসুম খান।
Make sure you enter the(*)required information