গত রবিবার ১১-১১-২০১৮ ইং তারিখে রাত নয়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চুনতীর বিশিষ্ট সমাজ সেবক চুনতী সীরাতুন্নবী (সঃ) একনিষ্ঠ ভক্ত এবং চুনতী সমাজের মুরুব্বি জনাব কাজী বশির আহমেদ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার আছরের নামাযের পরে চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাযে দেশের দূর- দূরান্ত থেকে মরহুমের আত্মীয়-স্বজন, ভক্তবৃন্দ সহ হাজার হাজার মানুষের সমাগম হয়। জানাজা নামাযের পরে মরহুমকে চুনতী সমাজের কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পড়ান চুনতী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং চুনতী জুমা মসজিদের খতিব মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব।
জনাব কাজী বশির আহমদ। চুনতির আপামর জনসাধারণের কাছে অতি জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি সীরতের নিবেদিতপ্রাণ কর্মীদের মধ্যে অন্যতম ছিলেন। সীরতের কথা শুনলে আর স্থির থাকতে পারতেননা, গত ৪৭ বছর ধরে যিনি নিঃস্বার্থভাবে সীরতের খেদমত দিয়ে গেছেন ৪৮ তম সীরতুন্নবী (সঃ) শুরুর প্রাক্কালে আমরা তাকে হারালাম ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিছুদিন আগে ৪৮ তম সীরতুন্নবী (সঃ) এর প্রস্তুতিসভা হয় চুনতী সীরত ময়দানে।তখন তিনি একটু সুস্থ হয়ে সবেমাত্র চুনতীতে আসলেন। উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বিধায় চুনতীতে আসতে পারেননি। মাহফিলের প্রস্তুতিসভার কথা শুনে আর ঘরে বসে থাকতে পারেননি। হুইল চেয়ারে করে তিনি সভায় উপস্থিত হন। সেদিন উপস্থিত সকলেই উনাকে দেখে বিস্মিত হন ও আবেগাপ্লুত হয়ে পড়েন। সীরতুন্নবী ( সঃ) এর খেদমত যারা মন থেকে করে আল্লাহ উনাদের দুনিয়াতে সম্মানিত করেন। আল্লাহ উনাকে জীবদ্দশায় সন্তান সন্ততিদের কাজের মাধ্যামে দুনিয়ায় সম্মানিত করেছেন। উনার সকল সন্তান বাবার পদাংক অনুসরণ করেই সীরতের খেদমত ও বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে নিয়োজিত। আল্লাহ তা'আলা মরহুম কাজী বশির আহমদকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, আমীন।
Make sure you enter the(*)required information