লোহাগাড়ায় ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৪৮তম চুনতি সীরাতুন্নবী (সঃ) মাহফিল আগামী ১৯ নভেম্বর সোমবার জুহরের নামাজের পর থেকে শুরু হবে বলে আয়োজকরা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। কাল ১৬ নভেম্বর শুক্রবার দুপুরে সীরত মাহফিল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বলা হয়েছে আশেকে রসুল (সাঃ) অলিকুল শিরোমনি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সাঃ) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহ. আ.) এ মাহফিল প্রবর্তন করেন। মাহফিল কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সহ-সভাপতি গোলাম কবির।
বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা কাজী নাছির উদ্দিন, মাহফিল পরিচালনা কমিটির নির্বাহি সদস্য জনাব ইসমাঈল মানিক, আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমুখ।
মাহফিল কমিটির অন্যতম সদস্য জনাব জাহেদুর রহমান এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ উপলক্ষে প্রকাশিত প্রোগ্রাম বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
পরে রাত আটটায় সীরাত মাহফিলের কার্যালয়ে চুনতীর বিভিন্ন ক্লাব প্রতিনিধি এবং আতরাফি সমাজের প্রতিনিধি দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার প্রধান এজেন্ডা ছিল সীরাত মাহফিলের শৃঙ্খলা বিভাগ, পরিবেশন বিভাগ, রন্ধন বিভাগ ইত্যাদি দায়ীত্বরত কর্মকর্তাদের সুবিধা - অসুবিধার বিষয় নিয়ে। বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ তাদের মতামতটুকু সভায় ব্যাক্ত করেন।
Make sure you enter the(*)required information