আপনার এই সাহায্য হতে পারে কোমলমতি শিশু ছাত্রছাত্রীদের হাসির কারণ।ভেবেছেন কি কখনও দুইটি কোমলমতি শিশুর একসাথে স্কুলে যাওয়া এবং একজনের বই খাতা তার কাধের ব্যাগে আবার অন্যজন হাতে শুধু বই নিয়ে চলে পাঠশালার দিকে।এখনও এমনও অনেক ছাত্রছাত্রী আছে যারা ব্যাগে করে নিজে বই খাতা নিয়ে বিদ্যালয়/ মাদ্রাসায় নিয়ে যেতে পারছে না। আবার অনেকে আছে, পারছে না খাতা-কলম কিনতে। এতে বিনষ্ট হচ্ছে তাদের লেখাপড়া ও মনমানিষকতা। তাদেরই সাহায্যার্থে প্রিয় চুনতিবাসী এগিয়ে আসে প্রতিবছরই ব্যাগ, খাতা, কলম, পেনসিল, ইরেজার, সার্পনার ও পেনসিল বক্স নিয়ে।এবারও আগামী ১লা ফেব্রুয়ারিতে ৬ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্টানের (১ম- ৫ম শ্রেণী) মোট ৩০০ জন ছাত্রছাত্রীদের কাছে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে। এতে প্রতিজনের জন্য ১ টি ব্যাগে ৬টি খাতা, ৪ টি কলম, ৪ টি পেনসিল, ১ টি ইরেজার, ১ টি শার্পনার ও ১ টি পেনসিল বক্স থাকবে।নিমোক্ত নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন এবং পাঠাতে পারেন আপনার সহযোগীতা।Kazi Ariful Islam (01779930442),Mohammad Nayeem (01819313868 bKash) ,Shahadat Khan Siddique (01713431391 bKash) &Ibrahim (01774131414 bKash).
সুত্র ঃ ইব্রাহিম মোহাম্মদের ফেসবুক পেইজ
Make sure you enter the(*)required information