ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন আঞ্জুমানে তোলাবায়ে সাবেক্বীন কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা -২০১৯ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার বিকাল তিনটায় মাদ্রাসার সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।শনিবার বিকাল তিনটায় মাদ্রাসার সেমিনার কক্ষে ছাত্রদের কোরআন তিলাওয়াত এবং হামদ - নাতের মাধ্যমে পুরষ্কার বিতরণী সভা শুরু হয় । চুনতী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিমের সঞ্চালনায় সভার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তোলাবায়ে সাবেক্বীনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওলি উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পোস্তারপাড় সিটি কর্পোরেশন কলেজের শিক্ষক ও তোলাবায়ে সাবেক্বীন এর সভাপতি মাওলানা মমতাজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চট্টগ্রাম ইসলামিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মোহাম্মদ হুসাম উদ্দীন ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক গভর্নিং বডির সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ড. আহমদ আলী, ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. এনামুল হক, এবং প্রফেসর ড. শযাআত উল্লাহ ফারুকী।
আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব এম. ইব্রাহীম কবির, চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার গভর্নিং বডির বর্তমান সভাপতি চুনতীর কৃতি সন্তান জনাব ইসমাঈল মানিক, চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজুল হক নিজামী ,আঞ্জুমানে তোলাবায়ে সাবেক্বীন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ওলি উদ্দীন এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দরা।
উক্ত প্রতিযোগিতায় চুনতী হাকিমিয়া কামিল অনার্স -মাস্টার্স মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে কামিল পর্যন্ত ৬ টি গ্রুপে ৬৩ জন ছাত্র অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদের সবাইকে পুরষ্কার হিসেবে মূল্যবান বই, ব্যাগ, এবং নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সবাইকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।
সব শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়।
Make sure you enter the(*)required information