২৪ অক্টোবর বিকালে ঐতিহ্যবাহী চুনতী আঞ্জুমান ই নওজোয়ান মাঠে মরহুম ইসহাক মিয়ার স্মরণে ইসহাক মিয়া অান্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) অাসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. অাবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। মাননীয় সংসদ তার বক্তৃতায় বলেন খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, এবং মরিচাকে দূরভীত করে নিজেকে একজন সুস্থ সবল মানুষ হিসেবে ধরে রাখতে প্রাণ যোগায়। যারা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে তারা মাদকাসক্তি থেকে দূরে থাকে এবং খেলাধুলার মাধ্যমে মন ও মননে অাত্মবিশ্বাস তৈরী করে নিজেকে কর্মোদ্যমে বলীয়ান করে তোলে।
মাননীয় সংসদ সদস্য উনার বক্তব্যে সরকারের একটি প্রকল্পের উল্লেখ করেন যে চুনতিবাসি ৩ একরের অধিক জায়গা দিতে পারলে একটি স্টেডিয়ামের জন্য প্রায় পাঁচ কোটি টাকা বা তার বেশি অনুদান তথা প্রকল্প বরাদ্দ এর ব্যবস্থা করবেন। সেই হিসেবে আঞ্জুমান ই নওজোয়ান মাঠের নিকটে ব্যক্তিমালিকানাধীন জায়গা অনুদান হিসেবে পাওয়া গেলে অথবা ডাকবাংলো সংলগ্ন চুনতি হাই স্কুল মাঠ একই পরিমান জায়গা নিশ্চিত করা গেলে সরকারের স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্তি করা যেতে পারে
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ জনাব অামিন অাহমদ খানের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও মরহুম ইসহাক মিয়ার সুযোগ্য বড় সন্তান অালহাজ্ব ঈসমাইল মানিক, বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ অাহমেদ,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব অানোয়ার কামাল, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল অাবেদীন জনু কোম্পানি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, বিশিষ্ট সমাজ সেবক কাজী অারিফুল ইসলাম, যাহেদুর রহমান, মিজানুর রহমান মিজান সহ এলকার সর্বস্তররের ক্রীড়ামোদী হাজারো দর্শক।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন-অাহবায়ক ফজলে এলাহি আরজু।
সঞ্চালক হিসেবে ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দীন।
টুর্নামেন্ট অায়োজন করে চুনতী ক্লাব ৭১।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উত্তর পানত্রিশা ফুটবল একাদশ বনাম সাতগড় ফুটবল একাদশ। খেলায় পানত্রিশা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাতগড় ফুটবল একাদশ।
Make sure you enter the(*)required information