চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর মিলেনিয়াম রেসিডেন্সিয়াল স্কুলে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি স্কুল মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের চেয়ারম্যান ও চুনতী সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ আমিন আহমদ খানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মুস্তাক আহমদের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, মিলেনিয়াম রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ মোহাম্মাদ ইলিয়াছ, মোহাম্মদ নাজিম উদ্দীন, মাওলানা সাহাব উদ্দীন, আক্তার কামাল, কার্তিক দে প্রমুখ।শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ বলেন, আলোকিত মানুষ হওয়ার পথে তোমরা আজ অনেকদূর এগিয়ে এসেছো। মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহুর্ত খুবই গুরুত্বপূর্ণ। মহান সৃষ্টিকর্তার পরেই নিজ জীবনের কাঙ্কিত বিকাশের স্বার্থে শিক্ষার্থীদের উচিত পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ থাকা। শুধু পরীক্ষায় এ প্লাস নয়, জীবনেও এ প্লাস অর্জনের মাধ্যমে অনন্য মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।তিনি বলেন, জীবনে তিনটি কথা প্রত্যেকের মনে রাখা উচিত, সেগুলো হচ্ছে-আমি কে? আমার কী করা উচিত? আমি কী করছি? যদি প্রত্যেকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তরের সন্ধানে সব সময় ব্রতী থাকে, তাহলে জীবনে ব্যর্থতার কোনো চিহ্নই থাকবে না। তিনি পরীক্ষার্থীদের এ প্লাস সহ শতভাগ সাফল্যের জন্য লেখাপড়ায় আরো মনোযোগী হতে নির্দেশ দেন।শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, এসএসসি পরীক্ষার্থী আজিজুল হক জিহাদ, জেএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ, পিইসি পরীক্ষার্থী আবু জাহেদ, সপ্তমশ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার নওরীন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, আলহাজ্ব আবুল হাসেম। সমাপনী বক্তব্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আধুনগর ইসলামীয়া ফাযিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা জোবাইর হুসাইন।
সূত্র ঃ- নাজিম উদ্দীন
সিনিয়র শিক্ষক, মিলেনিয়াম স্কুল।
Make sure you enter the(*)required information