নিজস্ব প্রতিবেদক:মিলেনিয়াম রেসিডেন্সিয়াল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই স্কুল বিতর্ক প্রতিযোগিতা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ছেলে আর মেয়েরা দু’টি ভাগে ভাগ হয়ে বিতর্কে অংশ নেয়। বিতর্কে শিক্ষার্থীরা তাদের যুক্তি তুলে ধরেন। সেই সাথে স্কুলের বিভিন্ন সমস্যা ও সমাধানের পথও তুলে ধরেন শিক্ষার্থীরা।বিতর্ক প্রতিযোগিতায় স্কুলের অধ্যক্ষ মুহাম্মাদ ইলিয়াছ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের বড় স্বপ্ন দেখতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নেতৃত্বের ক্ষেত্রেও আমাদের আজকের মেধাবী ছাত্রদের উত্তীর্ণ হতে হবে। আর তাই এখন থেকে নিজেদের দক্ষ ও সৎ হিসেবে গড়ে তুলতে হবে।তিনি বলেন, কর্মজীবনে আমরা যে পেশাতেই থাকি না কেন, দেশ সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে যদি আমাদের একটি স্বচ্ছ ধারণা থাকে তাহলেই কেবল আমরা সমৃদ্ধ দেশ ও উন্নত জাতি গঠনে ভুমিকা রাখতে পারবো।পরে “বই পড়ি জীবন গড়ি’’ শ্লোগানে শিক্ষার্থীদের প্রাণের দাবি সমৃদ্ধ পাঠাগার ও কম্পিউটার ল্যাব উদ্ভোধন করা হয়। যাতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা বই পড়ার সুযোগ পাবেন। একইভাবে নিউজ পেপার কর্ণারও চালু করা হয়।
Make sure you enter the(*)required information