চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিষ্ঠিত প্রথম কলেজ "বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ" এর উদ্যোগে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং সংবর্ধনা অনুষ্ঠান গত ১৬ নভেম্বর' ১৯ খ্রিষ্টাব্দ শনিবার সকাল দশটায় কলেজের মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং সভাপতি হিসেবে ছিলেন প্রিন্সিপাল ড. মোঃ রেজাউল কবির।উক্ত ছাত্র-শিক্ষক সমাবেশ এবং সংবর্ধনা সভায় লোহাগাড়ার বিভিন্ন গুণীজনদের এবং উক্ত কলেজের সাবেক কৃ্তি ছাত্রদের সংবর্ধনা স্মারক প্রধান করা হয়। লোহাগাড়া চুনতি গ্রামের তিনজন কৃ্তি সন্তানকেও উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। উনারা হলেন চুনতি মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক অধ্যক্ষ প্রফেসর দ্বীন মুহাম্মদ মানি্ক, চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টা্র্স) মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আ. ন. ম আতিক আহমদ এবং বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র জনাব মিসবাহুল ইসলাম (ধনি)। উল্লেখ্য জনাব মিসবাহুল ইসলাম (ধনি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতকে প্রথম শ্রেনীতে প্রথম এবং মাস্টার্সেও প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সর্বোচ্চ নাম্বার পাওয়ায় ২০০৫ সালে "প্রধানমন্ত্রী স্বর্ণপদক" লাভ করেন। অতঃপর তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং পরবর্তিতে জাতিসংঘে (UNDP) কাজ করেন। ২০০৮ সালে উচ্চশিক্ষার্থে কানাডা গমনের পূর্বে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ এর চট্টগ্রাম ব্রাঞ্চ এর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কানাডার স্বনামধন্য ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স সম্পন্ন করেন ২০০৯ সালে। তারপর ইউনিভার্সিটি অফ অটোয়াতে একজন গবেষক হিসাবে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষনায় রত আছেন। পিএইচডি গবেষণার পাশাপাশি তিনি বিগত এক বছরের অধিক সময় ধরে কানাডিয়ান ফেডারেল সরকারের একজন অর্থনৈতিক নীতি-বিশারদ (পলিসি এনালিষ্ট) হিসাবে কর্মরত আছেন।
Make sure you enter the(*)required information